হরমুজ প্রণালী থেকে সরে গেছে তেলবাহী ৩ ট্যাঙ্কার

হরমুজ প্রণালী হলো বিশ্বের সবচেয়ে ব্যস্ততম তেল পরিবহন লেন। ধারণা করা হচ্ছে, হামলার প্রতিশোধ হিসেবে ইরান এই প্রণালী বন্ধ করে দিতে পারে।

নয়া দিগন্ত অনলাইন
আজ ভোরে হরমুজ প্রণালীতে একটি কন্টেইনার জাহাজকে যাত্রা করতে দেখা গেছে।
আজ ভোরে হরমুজ প্রণালীতে একটি কন্টেইনার জাহাজকে যাত্রা করতে দেখা গেছে। |সংগৃহীত

হরমুজ প্রণালী থেকে তিনটি তেলবাহী ট্যাঙ্কার সরে গিয়ে গতিপথ পরিবর্তন করেছে। মেরিন ট্রাফিক ডাটা রিপোর্টের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

খালি তেল ও রাসায়নিক ট্যাঙ্কারগুলোর মধ্যে রয়েছে ম্যারি সি এবং রেড রুবি। ট্যাংকারগুলো এখন সংযুক্ত আরব আমিরাতের উপকূলে নোঙর ফেলেছে।

হরমুজ প্রণালী হলো বিশ্বের সবচেয়ে ব্যস্ততম তেল পরিবহন লেন। ধারণা করা হচ্ছে, হামলার প্রতিশোধ হিসেবে ইরান এই প্রণালী বন্ধ করে দিতে পারে।

সূত্র : বিবিসি