ইরানে মার্কিন হামলার বিষয়টি নিয়ন্ত্রণ করছে ইসরাইল?

নয়া দিগন্ত অনলাইন
ইরানে মার্কিন হামলার বিষয়টি নিয়ন্ত্রণ করছে ইসরাইল।
ইরানে মার্কিন হামলার বিষয়টি নিয়ন্ত্রণ করছে ইসরাইল। |আল জাজিরা

ইরানে মার্কিন হামলার বিষয়টি ইসরাইল নিয়ন্ত্রণ করছে বলে জানা যাচ্ছে। সম্প্রতি ইসরাইলের সরকারি সম্প্রচার মাধ্যম হিব্রু ব্রডকাস্টিং অথরিটি জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে সীমিত পরিসরে হামলার পরিকল্পনা করেছিল। তবে ইসরাইল তাতে বাধা প্রদান করে। যেন ব্যাপক পরিসরে হামলা চালানোর প্রস্তুতি নেয়া যায়।

সরকারি টিভি চ্যানেল কান গতকাল শনিবার জানিয়েছে, মার্কিন গণমাধ্যম সিএনএন প্রচারিত একটি প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি স্পষ্ট করা হয়েছে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্র যেন ইরানে সীমিত পরিসরে কোনো হামলা না করে, সেজন্য ইসরাইল ওয়াশিংটনকে অনুরোধ করেছে। তারা ইরানি প্রতিক্রিয়ার প্রস্তুতির জন্য আরো কিছু সময় চায়।

চ্যানেলটি নাম উল্লেখ না করে ইসরাইলি কয়েকটি গণমাধ্যমের সূত্রে জানিয়েছে যে তেল আবিব মনে করছে, তেহরানে মার্কিন যেকোনো হামলার প্রতিক্রিয়ায় ইসরাইলে হামলা চালাতে পারে ইরান। সেজন্য তারা পর্যাপ্ত প্রস্তুতির জন্য যুক্তরাষ্ট্রকে হামলা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে।

সূত্র : আল জাজিরা