সিরিয়ার কুনেইত্রায় ইসরাইলের নতুন অভিযান

দক্ষিণ কুনেইত্রা গ্রামাঞ্চলের আল-আশা, বির আজাম, বারিকা, উম্মে আল-আজম ও রুওয়াইহিনা শহরের দিকে ইসরাইলি বাহিনী অগ্রসর হওয়ার একদিন পর সর্বশেষ অভিযানটি চালানো হয়।

নয়া দিগন্ত অনলাইন
সিরিয়ার কুনেইত্রা প্রদেশে ইসরাইলের দখল করা এলাকা
সিরিয়ার কুনেইত্রা প্রদেশে ইসরাইলের দখল করা এলাকা |সংগৃহীত

সিরিয়ার দক্ষিণে ইসরাইলের অধিকৃত গোলান মালভূমির কুনেইত্রা এলাকায় ইসরাইলি বাহিনী নতুন সামরিক অভিযান শুরু করেছে। সেখানে তারা দু’টি সামরিক চেকপয়েন্ট স্থাপন করেছে বলে মাঠপর্যায়ে থাকা আল জাজিরার এক সংবাদদাতা জানিয়েছেন।

শনিবার (২০ ডিসেম্বর) ইসরাইলের সামরিক অভিযান দেশটির দক্ষিণাঞ্চলের আইন জিওয়ান ও আল-আজরাফ গ্রামে সংঘটিত হয়।

ইসরাইলি বাহিনী গত কয়েক মাস ধরেই দক্ষিণ সিরিয়ায়, বিশেষ করে কুনেইত্রা প্রদেশে প্রায় প্রতিদিনই অনুপ্রবেশ করে গ্রেফতার করছে, চেকপয়েন্ট তৈরি করছে এবং বুলডোজার দিয়ে জমি দখল করছে। ফলে জনসাধারণের মধ্যে ক্রমশ ক্ষোভ ও অস্থিরতা বাড়ছে।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ইসরাইলি বাহিনীর অনুপ্রবেশ সিরিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘন। তারা উল্লেখ করেছে, আইন জিওয়ানে সেনাবাহিনী পাঁচটি সামরিক যান ব্যবহার করে চেকপয়েন্ট স্থাপন করেছে।

সিরিয়ার বার্তাসংস্থা সানা জানিয়েছে, দক্ষিণ কুনেইত্রা গ্রামাঞ্চলের আল-আশা, বির আজাম, বারিকা, উম্মে আল-আজম ও রুওয়াইহিনা শহরের দিকে ইসরাইলি বাহিনী অগ্রসর হওয়ার একদিন পর সর্বশেষ অভিযানটি চালানো হয়।

সরাসরি সামরিক হুমকি হ্রাস পেলেও ইসরাইলি বাহিনী সিরিয়ায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে। ফলে বেসামরিক নাগরিক হতাহত হচ্ছে এবং সিরিয়ার সেনাবাহিনীর ঘাঁটি ও স্থাপনা ধ্বংস হচ্ছে।

আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা’র হিসাব অনুযায়ী, ইসরাইল গত এক বছরে সিরিয়াজুড়ে ৬০০টিরও বেশি বিমান, ড্রোন বা কামান হামলা চালিয়েছে। যা প্রতিদিন গড়ে প্রায় দুটি হামলার সমান।

২০২৪ সালের ডিসেম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত হওয়ার পর সিরিয়ায় ইসরাইলি হস্তক্ষেপ অনেক বেড়েছে।

সূত্র : আল জাজিরা