ইসরাইল যুক্তরাষ্ট্রের আশ্রিত রাজ্য নয় : নেতানিয়াহু

নেতানিয়াহু বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের আশ্রিত রাজ্য নই। ইসরাইল নিজেই তার নিরাপত্তার বিষয়ে সিদ্ধান্ত নেবে।’

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু |সংগৃহীত

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরাইল যুক্তরাষ্ট্রের কোনো আশ্রিত রাজ্য নয়। তার দেশ নিজের নিরাপত্তা রক্ষা করতে সক্ষম।

বুধবার (২২ অক্টোবর) মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাথে বৈঠকের আগে নেতানিয়াহু এই মন্তব্য করেছেন। তার এই মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনার অধীনে গাজায় একটি আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীর উপস্থিতির বিষয়ে ইসরাইলের আপত্তি হিসেবে দেখা হচ্ছে।

বৈঠকে যাওয়ার সময় তার কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের আশ্রিত রাজ্য নই। ইসরাইল নিজেই তার নিরাপত্তার বিষয়ে সিদ্ধান্ত নেবে।’

বৈঠকের পর নেতানিয়াহু ও ভ্যান্স উভয়ই বলেন, ইসরাইল কোনো মার্কিন ‘ক্লায়েন্ট রাষ্ট্র’ নয়। তারা দুইজনেই গাজায় যুদ্ধের অবসান ঘটাতে ওয়াশিংটনের পরিকল্পনা বাস্তবায়নে তাদের অংশীদারিত্বের ওপর জোর দেন।

নেতানিয়াহু বলেন, ‘আমরা ইসরাইলে কোন আধিপত্যবাদী রাষ্ট্র চাই না, আর ইসরাইল আসলে তা নয়। আমরা একটি অংশীদারিত্ব চাই। আমরা মিত্র চাই।’

যুক্তরাষ্ট্রের নির্দেশে ইসরাইল কাজ করে এমন ধারণার বিরোধিতা করে তিনি বলেন, ‘আমি এটা খুব স্পষ্ট করে বলতে চাই। একবার তারা বলে, যুক্তরাষ্ট্রকে ইসরাইল নিয়ন্ত্রণ করে। আবার তারা বলে, ইসরাইলকে যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করে। এগুলো বাজে কথা।’

এদিকে, ইসরাইলি সরকার ঘোষণা করেছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শুক্রবার নেতানিয়াহুর সাথে দেখা করতে ইসরাইল ভ্রমণ করবেন।

সূত্র : টিআরটি ওয়ার্ল্ড