মধ্যপ্রাচ্যে দেখা গেছে রজবের চাঁদ, রমজান শুরু কবে

মধ্যপ্রাচ্যে আজ রজবের চাঁদ দেখা গেছে। পবিত্র রমজান মাস শুরু হতে আর মাত্র দুই মাস বাকি। তবে চাঁদ দেখে রমজান শুরুর দিন চূড়ান্ত হবে।

নয়া দিগন্ত অনলাইন
মধ্যপ্রাচ্যে দেখা গেছে রজবের চাঁদ।
মধ্যপ্রাচ্যে দেখা গেছে রজবের চাঁদ। |সংগৃহীত

মধ্যপ্রাচ্যে আজ রজবের চাঁদ দেখা গেছে। পবিত্র রমজান মাস শুরু হতে আর মাত্র দুই মাস বাকি। তবে চাঁদ দেখে রমজান শুরুর দিন চূড়ান্ত হবে। আজ শনিবার (২০ অক্টোবর) গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে আগামী বছর ১৮ ফেব্রুয়ারি থেকে রমজান শুরুর সম্ভাবনা রয়েছে। যদি এমনটি হয়, তাহলে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতের রমজানের প্রথম দিন হবে ১৯ ফেব্রুয়ারি। কিন্তু যদি চাঁদ দেখা না যায়, তাহলে পবিত্র এ মাস শুরুর দিন একদিন পিছিয়ে যাবে।

সূত্র : গালফ নিউজ