জাতিসঙ্ঘের প্রতিবেদনকে রাজনৈতিকভাবে ব্যবহার করলে প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের

ইরানের মোট সমৃদ্ধ ইউরেনিয়ামের পরিমাণ এখন ২০১৫ সালের বিশ্বশক্তির সাথে একটি ঐতিহাসিক চুক্তি অনুসারে অনুমোদিত সীমার ৪৫ গুণ ছাড়িয়ে গেছে।

নয়া দিগন্ত অনলাইন
তেহরানের একটি রাস্তায় দেয়ালচিত্রের পাশ দিয়ে এক ব্যক্তি হেঁটে যাচ্ছেন
তেহরানের একটি রাস্তায় দেয়ালচিত্রের পাশ দিয়ে এক ব্যক্তি হেঁটে যাচ্ছেন |সংগৃহীত

ইরান রোববার (১ জুন) সতর্ক করে জানিয়েছে, যদি ইউরোপীয় শক্তিগুলো জাতিসঙ্ঘের প্রতিবেদনকে রাজনৈতিকভাবে ব্যবহার করে তবে তারা এর প্রতিশোধ নেবে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইরান সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে।

আন্তর্জাতিক আণবিক শক্তিসংস্থা আইএইএর ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ৬০ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে, যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় প্রায় ৯০ শতাংশ স্তরের কাছাকাছি।

ফরাসি বার্তাসংস্থা এএফপির দেখা গোপন আইএইএর প্রতিবেদনে বলা হয়, ইরানের মোট সমৃদ্ধ ইউরেনিয়ামের পরিমাণ এখন ২০১৫ সালের বিশ্বশক্তির সাথে একটি ঐতিহাসিক চুক্তি অনুসারে অনুমোদিত সীমার ৪৫ গুণ ছাড়িয়ে গেছে এবং তা আনুমানিক ৯২৪৭.৬ কিলোগ্রাম।

এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে তেহরান থেকে এএফপি জানায়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শনিবার আইএইএর প্রধান রাফায়েল গ্রোসিকে ‘তাদের রাজনৈতিক উদ্দেশ্য অর্জনের জন্য পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার প্রতিবেদনকে কাজে লাগানো থেকে’ দলগুলোকে বিরত রাখার আহ্বান জানান।

বিবৃতিতে আরো বলা হয়, আইএইএ প্রধান গ্রোসিকে এক ফোনালাপে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির কথা উল্লেখ করে আরাগচি বলেন, ২০১৫ সালের চুক্তির ‘ইউরোপীয় পক্ষগুলোর যেকোনো অনুপযুক্ত পদক্ষেপের জবাব দেবে ইরান।’

ইউরোপীয় ত্রয়ী সতর্ক করেছে, ইরানের পারমাণবিক কর্মসূচি মহাদেশের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ হলে তারা পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করতে পারে।

৯ জুন থেকে ভিয়েনায় শুরু হওয়া আসন্ন ত্রৈমাসিক বৈঠকে ইরানের পারমাণবিক কর্মকাণ্ড পর্যালোচনা করবে আইএইএ বোর্ড অফ গভর্নরস।

পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে এ আশঙ্কায় বহু বছর ধরে পারমাণবিক কর্মকাণ্ড সীমিত করার প্রচেষ্টার সর্বশেষ পদক্ষেপ হিসেবে তৈরি আইএইএর প্রতিবেদনটি প্রত্যাখ্যান করেছে ইরান।

তবে ইসলামিক প্রজাতন্ত্র পারমাণবিক অস্ত্র তৈরির কথা অস্বীকার করে বলেছে, বেসামরিক বিদ্যুৎ উৎপাদনের জন্য তাদের ইউরেনিয়ামের প্রয়োজন।

সূত্র : বাসস