ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহিল উজমা সাইয়্যেদ আলী খামেনি বলেছেন, আমেরিকার প্রেসিডেন্ট গর্ব করে বলছেন তারা ইরানের পরমাণু শিল্পে বোমা হামলা চালিয়ে তা ধ্বংস করে দিয়েছেন। খুব ভালো, সেই ধারণা নিয়েই থাকো!
বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় এবং আন্তর্জাতিক বিজ্ঞান অলিম্পিয়াডগুলোতে পদকজয়ীরা আজ (সোমবার) ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর সাথে দেখা করতে এলে তিনি এ কথা বলেন।
সর্বোচ্চ নেতা বলেন, ইরানের পদকজয়ীরা- হোক তা ক্রীড়া অঙ্গনে বা বিজ্ঞান ক্ষেত্রে- জনগণকে আনন্দিত করেছেন। এটা অনেক বেশি মূল্যবান।
আয়াতুল্লাহ খামেনি আরো বলেন, আমরা এখন এক সফট ওয়ার বা নরম যুদ্ধের মধ্যে আছি। এই যুদ্ধে শত্রুর প্রচেষ্টা হলো জাতিকে হতাশ করা এবং নিজেদের সামর্থ্যের প্রতি নিরাশ করে দেয়া। কিন্তু তোমরা ক্রীড়া অঙ্গন ও বিজ্ঞান ক্ষেত্রের পদকজয়ীরা শত্রুর বিপরীতমুখী পথে অগ্রসর হতে পেরেছ।
তিনি বলেন, আমেরিকার প্রেসিডেন্ট ইসরাইলে গিয়ে একগাদা ফাঁকা বুলি আর হাস্যকর আচরণের মাধ্যমে হতাশাগ্রস্ত জায়নিস্টদের আশাবাদী করতে চেয়েছেন। আমার বিশ্লেষণ হলো- এই সফরের উদ্দেশ্যই ছিল তাদের মনোবল ফিরিয়ে দেয়া।
আয়াতুল্লাহ খামেনি বলেন, ১২ দিনের যুদ্ধে জায়নিস্টরা এমনভাবে চপেটাঘাত খেয়েছে যা তারা কল্পনাও করেনি, প্রত্যাশাও করেনি- তারা হতাশ হয়ে পড়েছিল। তাই আমেরিকার প্রেসিডেন্ট ইসরাইলে গিয়ে তাদেরকে সেই হতাশা থেকে টেনে বের করার চেষ্টা করেছেন।
ইরানি ক্ষেপণাস্ত্র প্রসঙ্গে তিনি বলেন, জায়নিস্টরা কখনো ভাবেনি ইরানি তরুণদের বানানো ক্ষেপণাস্ত্র তাদের নিজেদের আগুন ও শিখায় ইসরাইলের কিছু সংবেদনশীল গবেষণা কেন্দ্রের গভীরে পৌঁছে সেগুলোকে ছাই করে দিতে পারবে। কিন্তু সেটাই ঘটেছে।
সূত্র : পার্সটুডে



