লোহিত সাগরে ইসরাইলি মালিকানাধীন একটি তেলবাহী জাহাজে মিসাইল হামলা করেছে ইয়েমেনের প্রতিরোধ আন্দোলন হাউছি। ইসরাইলি হামলায় হাউছি প্রধানমন্ত্রী নিহত হওয়ার কয়েক দিন পরে এই ঘটনা ঘটে।
সোমবার (১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করে প্রতিরোধ আন্দোলনটি।
বিবৃতিতে বলা হয়, লোহিত সাগরে ইসরাইলি মালিকানাধীন ও লাইবেরিয়ার পতাকাবাহী স্কারলেট রে জাহাজটি ইসরাইলের দিকে যাচ্ছিল। এ সময় জাহাজটি লক্ষ্য করে মিসাইল ছোড়ে হাউছি যোদ্ধারা এবং তাদের লক্ষ্যে নির্ভুলভাবে আঘাত হানে ক্ষেপণাস্ত্রটি।
তবে তাদের এই দাবি অস্বীকার করেছে এই অঞ্চলে জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। সংস্থাটি এই দাবির বিরোধিতা করে জানিয়েছে, রোববার হাউছিদের ক্ষেপণাস্ত্রটি তার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়নি।
সূত্র : আল জাজিরা