সিরিয়ার প্রেসিডেন্ট শারারকে হত্যা প্রচেষ্টার খবর ভিত্তিহীন

সরকার জনগণকে ‘ভিত্তিহীন গুজবে’ কান না দেয়ার আহ্বান জানিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
আহমেদ আল শারা
আহমেদ আল শারা |সংগৃহীত

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারাকে হত্যা প্রচেষ্টার খবরকে ‘ভিত্তিহীন’ বলেছে সিরিয়ার তথ্য মন্ত্রণালয়ের একটি সূত্র। রোববার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানায় প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, প্রেসিডেন্ট আল-শারারের দারা সফরের সময় হত্যা করার ষড়যন্ত্র করেছিল সিরিয়ার সেনাবাহিনী। এই ষড়যন্ত্রে তুরস্কের গোয়েন্দা সংস্থার জড়িত থাকার কথাও বলা হয়।

প্রতিবেদন অনুযায়ী, এই পরিকল্পনার নেতৃত্ব দিচ্ছিল দারার একজন ব্যক্তি, যার নেতৃত্বে আইএসআইএসসংশ্লিষ্ট একটি সেল প্রেসিডেন্টের সফরের আগের দিন হামলার প্রস্তুতি নিচ্ছিল। ওই ব্যক্তি ও সেলের কয়েকজন সদস্যকে সিরিয়ার নিরাপত্তা বাহিনী গ্রেফতার করে বলে দাবি করা হয়।

আরেকটি সংবাদপত্র ‘ল’ওরিয়েন্ট-লে জুর’-এর বরাত দিয়ে সিরিয়া টিভি জানিয়েছে, প্রেসিডেন্ট আহমেদ আল-শারার ক্ষমতা গ্রহণের পর থেকে এখন পর্যন্ত অন্তত দু’টি হত্যাচেষ্টার শিকার হয়েছেন। এর মধ্যে সর্বশেষ ঘটনা গত মার্চ মাসে সংঘটিত হয়।

সংবাদপত্রটির প্রতিবেদনে আরো বলা হয়, এই চেষ্টাগুলোর পেছনে রয়েছে চরমপন্থী সংগঠনগুলো, বিশেষ করে আইএসআইএস, যারা সিরিয়ার রাজনৈতিক পরিমণ্ডলে নিজেদের পুনঃপ্রতিষ্ঠা করতে চাইছে। আইএসআইএস নাকি হায়াত তাহরির আল-শাম থেকে যোদ্ধা নিয়োগের চেষ্টা করছে, যারা বর্তমান শাসনব্যবস্থার বিরোধিতা করে আসছে।

তবে সরকারি সূত্র এসব প্রতিবেদনের সত্যতা অস্বীকার করেছে এবং জনগণকে ‘ভিত্তিহীন গুজবে’ কান না দেয়ার আহ্বান জানিয়েছে।

সূত্র : স্কাই নিউজ