ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দুর্নীতির মামলায় মুক্তি চেয়ে রাষ্ট্রপতি বরাবর আবেদন করেছেন। বিশেষ বিবেচনায় তাকে মুক্তি দেয়া যেতে পারে। এর বিরুদ্ধে রাজপথে প্রতিবাদ জানিয়েছে হাজার হাজার ইসরাইলি।
মঙ্গলবার (২ ডিসেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে ইসরাইলি গণমাদ্যম ইওদিউথ আহরনোথ সূত্রে বলা হয়েছে, রোববার (৩ নভেম্বর) দুর্নীতির মামলায় মুক্তি চেয়ে রাষ্ট্রপতি বরাবর আবেদন করেছেন নেতানিয়াহু। এই আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে মুক্তি দেয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে হাজার হাজার ইসরাইলি। তারা এই মামলায় নেতানিয়াহুর নিয়মতান্ত্রিক বিচারের আবেদন করেন।
উল্লেখ্য, নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তিনটি আলাদা মামলা করা হয়েছে। এর মধ্যে একটি মামলা হয়েছে ঘুষ নেয়ার অভিযোগে। প্রত্যেক মামলায় জালিয়াতি ও বিশ্বাসভঙ্গে অভিযোগ রয়েছে। নেতানিয়াহুর বিচার ২০২০ সালে শুরু হয়েছিল। কিন্তু এটি এখনো শেষ হয়নি।
সূত্র : আল জাজিরা



