ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্র ও ইসরাইল সমর্থন করায় দেশটির সেনাবাহিনীর প্রধান জেনারেল আমির হাতামি কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, শত্রুদের হুমকি বিনা জবাবে পার পাবে না।
বুধবার আর্মি কমান্ড অ্যান্ড স্টাফ ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের এক সমাবেশে হাতামি বলেন, আমরা ইরানি জাতির বিরুদ্ধে শত্রুদের বক্তব্যের তীব্রতাকে হুমকি বলে মনে করি। আমরা এর ধারাবাহিকতাকে জবাবদিহি না করে রাখব না।
তিনি আরো বলেন, যদি তারা ভুল করে, তাহলে আমরা আরো দৃঢ় প্রতিক্রিয়া দেখাব এবং যেকোনো আক্রমণকারীর হাত কেটে ফেলব।
ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক শত্রুদের বক্তব্য এবং ইরানের অভ্যন্তরীণ বিষয়ে তাদের হস্তক্ষেপের কথা উল্লেখ করে আরো বলেন, আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে আজ ইরানের সশস্ত্র বাহিনীর প্রস্তুতি অনেক বেশি, শত্রু যদি ভুল করে তাহলে তারা আরো দৃঢ় প্রতিক্রিয়া পাবে।
মেজর জেনারেল হাতামি ইরানের বিরুদ্ধে যেকোনো ক্ষতি করার বিষয়ে হুঁশিয়ারি দিয়ে জোর দিয়ে বলেছেন, ইরানের সেনাবাহিনী ইসলামি প্রজাতন্ত্রের স্বাধীনতা, আঞ্চলিক অখণ্ডতা এবং ব্যবস্থা রক্ষা ও সুরক্ষিত করার লক্ষ্যে তার সর্বশক্তি দিয়ে কাজ করবে।
ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক বর্তমান বিশ্বকালকে ‘একটি নতুন বিশ্ব ব্যবস্থা গঠনের’ প্রচেষ্টা বলে অভিহিত করে বলেছেন, এই প্রচেষ্টা বিশ্ব, অঞ্চল এবং দেশগুলোর জন্য একটি নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করেছে এবং এক ধরণের অস্থিতিশীলতা এবং নিরাপত্তাহীনতা তৈরি করেছে।
তিনি পশ্চিম এশিয়া অঞ্চলে বিশ্ব শক্তিগুলোর কর্মকাণ্ডের মধ্যে উসমানি সাম্রাজ্যের পতন এবং কুখ্যাত ইহুদিবাদী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার প্রতি ইঙ্গিত করে বলেন, এই শাসনব্যবস্থা পশ্চিমাদের সামনের এবং প্রক্সি ঘাঁটি এবং এর অস্তিত্ব তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সূত্র : পার্সটুডে



