মিসরের গোয়েন্দা প্রধানের সাথে কী আলোচনা হয়েছিল হামাসের

মিসরের রাজধানী কায়রোতে দেশটির গোয়েন্দা প্রধান হাসান রাশাদের সাথে বৈঠক করেছেন হামাসের একটি প্রতিনিধি দল।

নয়া দিগন্ত অনলাইন
মিসরের গোয়েন্দা প্রধান ও হামাস নেতা হাজিম কাসিম
মিসরের গোয়েন্দা প্রধান ও হামাস নেতা হাজিম কাসিম |আল জাজিরা

মিসরের রাজধানী কায়রোতে দেশটির গোয়েন্দা প্রধান হাসান রাশাদের সাথে বৈঠক করেছেন হামাসের একটি প্রতিনিধি দল। সেখানে যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ বাস্তবায়নসহ আরো কিছু বিষয়ে আলোচনা হয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে হামাস প্রতিনিধি দলের মুখপাত্র হাজিম কাসিমের সূত্রে বলা হয়, কায়রোর বৈঠকে গাজার বর্তমান পরিস্থিতি ও যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা হয়। সেখানে মিসরের কাছে ইসরাইলকে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে বাধ্য করার আহ্বান জানানো হয়েছে। একইসাথে যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ শিগগির বাস্তবায়নে পদক্ষেপ নিতে বলা হয়েছে।

সূত্রটি আরো জানিয়েছে, হামাসের কর্মপদ্ধতি দেখে মনে হচ্ছে যে ইসরাইল যতক্ষণ না যুদ্ধবন্ধের চুক্তির প্রতি সম্মান প্রদর্শন করবে, ততদিন তারাও নতুন নিয়মে অগ্রসর হতে শুরু করবে।

সূত্র : আল জাজিরা