পশ্চিমতীরে ইসরাইলি বাহিনীর গুলিতে ২৪ ফিলিস্তিনি আহত

মঙ্গলবার ভোরে ইসরাইলি বাহিনী ক্যাম্প ও কাফর আকাবে অভিযান চালায়। এ সময় তারা বুলডোজার ব্যবহার করে এবং আশপাশের এলাকায় কয়েক ডজন সৈন্য মোতায়েন করে।

নয়া দিগন্ত অনলাইন

অধিকৃত পশ্চিমতীরে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে কমপক্ষে ২৪ জন ফিলিস্তিনি আহত হয়েছেন বলে জানিয়েছেন সেখানকার চিকিৎসকরা।

এক বিবৃতিতে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, পূর্ব জেরুসালেমের উত্তরে কালান্দিয়া শরণার্থী শিবির ও কাফর আকাব শহরে ইসরাইলি অভিযানের পর তাদের কর্মীরা আহত ২৪ জনের চিকিৎসা করেছে। এর মধ্যে ১৫ বছর বয়সী এক কিশোরও রয়েছে।

জেরুসালেম গভর্নরেটের এক বিবৃতি অনুসারে, মঙ্গলবার ভোরে ইসরাইলি বাহিনী ক্যাম্প ও কাফর আকাবে অভিযান চালায়। এ সময় তারা বুলডোজার ব্যবহার করে এবং রাস্তা ও আশপাশের এলাকায় কয়েক ডজন সৈন্য মোতায়েন করে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, অভিযানের সময় ব্যাপকভাবে স্টান গ্রেনেড ও কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়েছিল। যার কারণে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও তীব্র উত্তেজনা দেখা দেয়। এছাড়াও সেনাবাহিনী কমপক্ষে চারটি বাড়ির বাসিন্দাদের তাদের সরিয়ে নিতে বাধ্য করেছে এবং বাড়িগুলোকে সামরিক পোস্টে পরিণত করেছে।

ফিলিস্তিনি পরিসংখ্যান অনুসারে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি বাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় পূর্ব জেরুসালেমসহ অধিকৃত পশ্চিমতীরে কমপক্ষে এক হাজার ১০২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছেন প্রায় ১১ হাজার ফিলিস্তিনি। প্রায় ২১ হাজার ফিলিস্তিনিকে আটক করা হয়েছে।

গত জুলাই মাসে এক ঐতিহাসিক রায়ে আন্তর্জাতিক বিচার আদালত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের দখলকে অবৈধ ঘোষণা করে এবং পশ্চিমতীর ও পূর্ব জেরুসালেমের সব বসতি খালি করার আহ্বান জানায়।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি