চলতি বছরের জুন মাসে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার কথা উল্লেখ করে দেশটি জানিয়েছে, তেহরানের সাথে শান্তি চুক্তির জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের আহ্বান ওয়াশিংটনের পদক্ষেপের সাথে অসঙ্গতিপূর্ণ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, মার্কিন প্রেসিডেন্টের শান্তি ও সংলাপের আকাঙ্ক্ষা ইরানি জনগণের প্রতি যুক্তরাষ্ট্রের শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক আচরণের সাথে সাংঘর্ষিক।
এর আগে, সোমবার ইসরাইলি নেসেটে এক ভাষণে ট্রাম্প বলেন, তিনি ইরানের সাথে একটি শান্তি চুক্তি চান এবং যেকোনো চুক্তি বাস্তবায়নের জন্য বল তেহরানের কোর্টে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেছে, ‘রাজনৈতিক আলোচনার মাঝে কিভাবে কেউ একটি দেশের আবাসিক এলাকা ও পরমাণু স্থাপনায় আক্রমণ করতে পারে, নিরীহ নারী ও শিশুসহ এক হাজারেরও বেশি মানুষকে হত্যা করতে পারে এবং তারপর শান্তি ও বন্ধুত্বের দাবি করতে পারে?’
গত জুন মাসে ইরানের বিরুদ্ধে ইসরাইল ১২ দিনের যুদ্ধ শুরু করলে উত্তেজনা বেড়ে যায়। এ সময় মার্কিন ও ইসরাইলি বাহিনী ইরানের বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়।