জর্জিয়ায় বিধ্বস্ত তুর্কী সামরিক বিমানের ২০ সদস্যই নিহত

মঙ্গলবার আজারবাইজান সীমান্তের কাছে জর্জিয়ার সিঘনাঘি এলাকায় তুরস্কের সি-১৩০ কার্গো বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটি আজারবাইজান থেকে তুরস্কে ফিরছিল।

নয়া দিগন্ত অনলাইন
ঘটনাস্থলে তদন্তকারী দল
ঘটনাস্থলে তদন্তকারী দল |সংগৃহীত

তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী বুধবার (১২ নভেম্বর) জানিয়েছেন, জর্জিয়ায় বিধ্বস্ত তুর্কী সামরিক কার্গো বিমানের ২০ জন সদস্যের সবাই নিহত হয়েছেন।

এর আগে, মঙ্গলবার আজারবাইজান সীমান্তের কাছে জর্জিয়ার সিঘনাঘি এলাকায় তুরস্কের সি-১৩০ কার্গো বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটি আজারবাইজান থেকে তুরস্কে ফিরছিল।

তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার সামাজিক যোগাযোগমাধ্যমে নিহত সামরিক কর্মীদের ছবি শেয়ার করে বলেছেন, ‘আমাদের বীর যোদ্ধারা ২০২৫ সালের ১১ নভেম্বর শহীদ হয়েছেন। আমাদের সি-১৩০ সামরিক কার্গো বিমান আজারবাইজান থেকে দেশে যাওয়ার পথে উড্ডয়ন করেছিল, তখন জর্জিয়া-আজারবাইজান সীমান্তের কাছে এটি বিধ্বস্ত হয়।’

তুর্কি সম্প্রচারক হ্যাবেরতুর্ক জানিয়েছে, বুধবার ভোরে তুরস্কের একটি তদন্ত দল দুর্ঘটনাস্থলে পৌঁছেছে এবং বিমানের ধ্বংসাবশেষ পরিদর্শন করেছে। বিমানের ধ্বংসাবশেষ বিশাল এলাকাজুড়ে ছড়িয়ে ছিল।

মঙ্গলবার তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু অ্যাজেন্সি জর্জিয়ার বিমান কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে, জর্জিয়ার আকাশসীমায় প্রবেশের কয়েক মিনিট পরেই বিমানটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় কোনো বিপদ সংকেত জারি করা হয়নি বলে জানানো হয়।

সূত্র : এপি