সৌদি আরবে আটকে পড়া ইরানি হজযাত্রীদের সব ধরনের সহায়তা দেয়ার নির্দেশ দিয়েছেন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। যতদিন পর্যন্ত ইরানি হজযাত্রীরা নিরাপদে নিজ দেশে ফিরে যেতে না পারছেন, ততদিন এ সহায়তা দেয়ার নির্দেশ জারি করেছেন সৌদি বাদশাহ। ইরানের ওপর ইসরাইলের হামলার পরিপ্রেক্ষিতে এমন নির্দেশ দিয়েছেন তিনি।
শনিবার (১৪ জুন) সৌদিভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইসরাইল শুক্রবার ভোরে ইরানের বিরুদ্ধে বিমান হামলা শুরু করার পরপরই এ নির্দেশ জারি করা হয়। ইরানের পারমাণবিক স্থাপনা, পরমাণু বিজ্ঞানী ও সামরিক প্রধানদের লক্ষ্য করে ইসরাইল হামলা চালায়। এর পরপরই তেহরান দেশটির আকাশসীমা বন্ধ করে দেয়।
সৌদি প্রেস অ্যাজেন্সি জানিয়েছে, আটকে পড়া ইরানি হজযাত্রীদের সহায়তার পরিকল্পনা বাদশাহ সালমানের সামনে উপস্থাপন করেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। হজ ও ওমরাহ মন্ত্রণালয়কে তাদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করার দায়িত্ব দেয়া হয়েছে।
প্রতি বছর হজে অংশ নিতে হাজার হাজার ইরানি সৌদি আরবে আসেন। এ বছরও ১৬ লাখেরও বেশি মুসল্লি হজে অংশ নেন, যাদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক ছিলেন ইরানি। চলতি বছরের হজ আনুষ্ঠানিকভাবে সোমবার শেষ হয়। কিন্তু তার কিছুদিন পরেই ইরানে হামলা চালায় ইসরাইল। জবাবে তেহরানও তাদের আকাশপথ বন্ধ করে দেয়। ফলে বহু ইরানি হজযাত্রী শেষ করেও দেশে ফিরতে পারছেন না।