উত্তেজনা কমাতে চুক্তির কাছাকাছি সিরিয়া ও ইসরাইল : মার্কিন রাষ্ট্রদূত

গত কয়েক মাস ধরেই সিরিয়া ও ইসরাইল একটি চুক্তিতে পৌঁছানোর জন্য আলোচনা করছে। সিরিয়া আশা করছে, এই চুক্তির মাধ্যমে ইসরাইলি বিমান হামলা বন্ধ হবে এবং দক্ষিণ সিরিয়ায় ইসরাইলি সেনাদের প্রত্যাহার নিশ্চিত করবে।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক
মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক |সংগৃহীত

সিরিয়া ও ইসরাইল দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে একটি চুক্তিতে পৌঁছানোর কাছাকাছি রয়েছে। চুক্তি হলে ইসরাইল হামলা বন্ধ করবে। সিরিয়াও ইসরাইলের সীমান্তের কাছে কোনো যন্ত্রপাতি বা ভারী সরঞ্জাম মোতায়েন করবে না। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক এ তথ্য জানিয়েছেন।

নিউইয়র্কে জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেছেন, এই চুক্তিটি দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে পরিচালিত নিরাপত্তা চুক্তির দিকে প্রথম পদক্ষেপ হিসেবে কাজ করবে।

গত কয়েক মাস ধরেই সিরিয়া ও ইসরাইল একটি চুক্তিতে পৌঁছানোর জন্য আলোচনা করছে। সিরিয়া আশা করছে, এই চুক্তির মাধ্যমে ইসরাইলি বিমান হামলা বন্ধ হবে এবং দক্ষিণ সিরিয়ায় ইসরাইলি সেনাদের প্রত্যাহার নিশ্চিত করবে।

তবে ব্যারাক জানান, আলোচনায় এখনো যথেষ্ট অগ্রগতি হয়নি। ইহুদি নববর্ষ রোশ হাসানাহ উপলক্ষে প্রক্রিয়া ধীরগতিতে এগোচ্ছে। তিনি বলেন, ‘আমি মনে করি সবাই ভালো উদ্দেশ্য নিয়ে আলোচনায় অংশ নিচ্ছে।’

মধ্যপ্রাচ্যের দুই দেশ ইসরাইল ও সিরিয়া গত কয়েক দশক ধরেই একে-অপরের প্রতিপক্ষ। গত ডিসেম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের উৎখাতের পরও দুই দেশের মধ্যে আঞ্চলিক বিরোধ ও অবিশ্বাস রয়ে গেছে।

সূত্র : রয়টার্স