রাশিয়া থেকে প্রথমবারের মতো যাত্রা করা পণ্যবাহী ট্রেন শনিবার (৮ নভেম্বর) ইরানের এপ্রিন বন্দরে পৌঁছেছে। যা দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরদারের ইঙ্গিত দিচ্ছে। একে ইরান, রাশিয়া ও মধ্য এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সাথে নিয়মিত ট্রেন চলাচল শুরুর বিষয়ে একটি বড় পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে।
ইরান ও ইরাকের উদ্দেশ্যে রওনা হওয়া কাগজ, পাল্প ও সংশ্লিষ্ট পণ্য বহনকারী ৬২টি চল্লিশ ফুট কন্টেইনার সমন্বিত ট্রেনটি মস্কো থেকে ৯০০ কিলোমিটার উত্তরে যাত্রা শুরু করে। এটি রাশিয়া, কাজাখস্তান ও তুর্কমেনিস্তান পার হয়ে ইনচেবোরন সীমান্ত ক্রসিং দিয়ে ইরানে প্রবেশ করে। যাত্রা শুরু করার ১২ দিনের মধ্যে ট্রেনটি এপ্রিন বন্দরে পৌঁছায়।
শনিবার এক অনুষ্ঠানের ফাঁকে ইরানের রেলওয়ের বাণিজ্য ও পরিচালনা-বিষয়ক উপপরিচালক মোর্তেজা জাফারি বলেন, এই বছরের জুনে চীন থেকে প্রথম ট্রেনটি আপ্রিন বন্দরে পৌঁছানোর পর থেকে এ রকম ৩০টি ট্রেন সেখানে এসেছে।
তিনি বলেন, কার্যক্রম সম্প্রসারণের প্রচেষ্টা চলছে। ইরানের সাথে সরাসরি রেল যোগাযোগ নেই এমন দেশগুলোর জন্য ট্রাকের মাধ্যমে পণ্য পরিবহন করা হবে।
তিনি আরো বলেন, ‘অন্যান্য আঞ্চলিক ও সিআইএস দেশগুলোর সাথে সমন্বয়ের মাধ্যমে আমরা ইরানকে প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে রফতানি, আমদানি ও ট্রানজিটের কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য কাজ করছি।’
সূত্র : ইরনা



