ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় শহর কিরিয়াত গাটে মার্কিন বাহিনীর সমন্বয়কেন্দ্রে নজরদারি প্রযুক্তি স্থাপন করেছে দখলদার বাহিনী। সোমবার (৮ অক্টোবর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, কিরিয়াত গাটে মার্কিন বাহিনীর সমন্বয়কেন্দ্রে নজরদারি প্রযুক্তি স্থাপন করেছে ইসরাইল। বিষয়টি নিশ্চিত হয়ে মার্কিন কর্তৃপক্ষ সেখানের কর্মীদের সংবেদনশীল তথ্য শেয়ার করতে নিষেধ করেছে।
গার্ডিয়ান জানিয়েছে, সময়ন্বয় কেন্দ্রে যেসব সামরিক বা বেসামরিক বৈঠক হয়, সেগুলোর তথ্য নথিভুক্ত করে রাখছে ইসরাইল।
সূত্র : গার্ডিয়ান/আল জাজিরা



