যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ত্রাণ প্রবেশে ইসরাইলের বাধা, হামলা চলছে

যুদ্ধবিরতির পর গড়ে প্রতিদিন মাত্র ১৪৫টি ত্রাণের ট্রাক গাজায় প্রবেশ করেছে। যেখানে চুক্তি অনুযায়ী গাজায় প্রতিদিন ৬০০ ট্রাক ত্রাণ প্রবেশের কথা।

নয়া দিগন্ত অনলাইন

গাজার কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত মাসে চুক্তি কার্যকর হওয়ার পর থেকে যুদ্ধবিরতির অংশ হিসেবে সম্মত হওয়া মানবিক সরবরাহের মাত্র একটি অংশ ফিলিস্তিনি ভূখণ্ডে প্রবেশের অনুমতি দিয়েছে ইসরাইল।

শনিবার (২ নভেম্বর) এক বিবৃতিতে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ১০ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত গাজায় তিন হাজার ২০৩টি বাণিজ্যিক ও মানবিক সহায়তা বহনকারী ট্রাক প্রবেশ করেছে।

এতে বলা হয়েছে, যুদ্ধবিরতির পর গড়ে প্রতিদিন মাত্র ১৪৫টি ত্রাণের ট্রাক গাজায় প্রবেশ করেছে। যেখানে চুক্তি অনুযায়ী গাজায় প্রতিদিন ৬০০ ট্রাক ত্রাণ প্রবেশের কথা।

বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা গাজায় ত্রাণ ও বাণিজ্যিক ট্রাক প্রবেশে ইসরাইলি বাহিনীর বাধার কঠোর নিন্দা জানাচ্ছি। তারা ২৪ লাখেরও বেশি মানুষকে অবনতিশীল মানবিক পরিস্থিতির দিকে ঠেলে দেয়ার জন্য সম্পূর্ণরূপে দায়ী।’

এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অন্যান্য যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতাকারীদের প্রতি ‘কোনো বিধিনিষেধ ও শর্ত ছাড়া’ গাজায় মানবিক সহায়তা প্রদানের জন্য ইসরাইলের উপর চাপ প্রয়োগের আহ্বান জানানো হয়েছে।

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ত্রাণ সরবরাহ বৃদ্ধি পেলেও, ইসরাইলি নিষেধাজ্ঞার ফলে গাজাজুড়ে ফিলিস্তিনিরা খাদ্য, পানি, ওষুধ ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরবরাহের ঘাটতির সম্মুখীন হচ্ছে।

ইসরাইল বাহিনীর দুই বছরের বোমাবর্ষণে গাজার অধিকাংশ বাড়িঘর ও আশপাশের এলাকা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাওয়ায় অনেক পরিবারের পর্যাপ্ত আশ্রয়েরও অভাব রয়েছে।

বৃহস্পতিবার জাতিসঙ্ঘের প্রধান অ্যান্তোনিও গুতেরেসের একজন মুখপাত্র বলেন, জাতিসঙ্ঘের মানবিক অফিস জানিয়েছে যে ‘ইসরাইলি কর্তৃপক্ষের নির্দেশিত রুট পরিবর্তনের’ কারণে সাহায্য সংগ্রহ ‘সীমিত’ হয়েছে।

এদিকে, ইসরাইলি সেনাবাহিনী যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজাজুড়ে হামলা চালিয়ে যাচ্ছে। শনিবার ইসরাইলি যুদ্ধবিমান, কামান ও ট্যাঙ্কগুলো গাজার দক্ষিণে খান ইউনিসের আশপাশের এলাকায় গোলাবর্ষণ করে। ইসরাইলি বাহিনী উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের পূর্বে আবাসিক ভবনগুলোও ভেঙে দেয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় ইসরাইলি হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ২২২ জন ফিলিস্তিনি নিহত এবং ৫৯৪ জন আহত হয়েছেন।

সূত্র : আল জাজিরা