১৯৬৮ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়া হয়েছে : ইসরাইল

ইসরাইলি সামরিক বাহিনীর হাতে বিভিন্ন সময় আটক ১৯৬৮ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়া হয়েছে

নয়া দিগন্ত অনলাইন
মুক্ত ফিলিস্তিনিদের আনন্দ
মুক্ত ফিলিস্তিনিদের আনন্দ |বিবিসি

ইসরাইলি সামরিক বাহিনীর হাতে বিভিন্ন সময় আটক ১৯৬৮ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়া হয়েছে বলে জানিয়েছে ইসরাইলের কারা কর্তৃপক্ষ। গাজায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইতোমধ্যে বন্দিদের স্থানান্তরিতও করা হয়েছে বলে জানিয়েছে তারা।

ফিলিস্তিনি বন্দিদের দু'টি দলে ভাগ করে মুক্তি দেয়া হয়েছে। এর মধ্যে একটি দলকে ইসরাইলের ওফের কারাগার থেকে বের করে অধিকৃত পশ্চিমতীরে স্থানান্তর করা হয়।

আর দ্বিতীয় দলটিকে কেটজিওট কারাগার থেকে দক্ষিণ ইসরাইলের কেরেম শালোমে স্থানান্তর করা হয়েছে, যেটি গাজার সীমান্ত ক্রসিংগুলোর মধ্যে একটি।

হামাস-পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের এখন গাজার বিভিন্ন হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসা দেয়া হচ্ছে।

সূত্র : বিবিসি