আল আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলা

সম্প্রতি ইসরাইলি বসতি স্থাপনকারীরা বারবারই এই চুক্তি লঙ্ঘণ করছে। এ বিষয়ে তাদের উৎসাহিত করছে ইসরাইলের জাদতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ইতেমার বেন গাভীর। তিনি প্রকাশ্যে এ বিষয়ে উস্কানি দিয়ে যাচ্ছেন।

নয়া দিগন্ত অনলাইন
আল আকসা প্রাঙ্গণে হামলা
আল আকসা প্রাঙ্গণে হামলা |আল জাজিরা

অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে হামলা চালিয়েছে অবৈধ ইসরাইলি বসতি স্থাপনকারীরা। ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি বাহিনীর সুরক্ষায় কয়েক ডজন ইসরাইলি বসতি স্থাপনকারীরা কমপ্লেক্সে হামলা করে। এ সময় তারা সেখানে প্রবেশ করে ধর্মীয় রীতিনীতি পালন করে; যা স্পষ্টতই উস্কানিমূলক কাজ।

সূত্রটি আরো জানিয়েছে, সম্প্রতি ইসরাইলি বসতি স্থাপনকারীরা বারবারই এই চুক্তি লঙ্ঘণ করছে। এ বিষয়ে তাদের উৎসাহিত করছে ইসরাইলের জাদতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ইতেমার বেন গাভীর। তিনি প্রকাশ্যে এ বিষয়ে উস্কানি দিয়ে যাচ্ছেন।

উল্লেখ্য, ইসরাইল ও জর্ডানের মাঝে একটি দ্বিপক্ষীয় সমঝোতা রয়েছে যে আল আকসা মসজিদ ও কমপ্লেক্স একটি জর্ডাননিয়ন্ত্রণাধীন একটি ওয়াকফ বোর্ডের তত্ত্বাবধানে পরিচালিত হবে। এক্ষেত্রে ইহুদিরা আল আকসা চত্বরে প্রবেশ করতে পারবে। কিন্তু ধর্মীয় কোনো রীতি-নীতি পালন করতে পারবে না। তবে মুসলমানরা মসজিদটিকে নামাজ ও ধর্মীয় কাজে ব্যবহার করতে পারবে। কোনো অমুসলিম যদি এই চুক্তি ভঙ্গ করে, তাহলে সেটি উস্কানিমূলক কাজ বলে বিবেচিত হবে।

সূত্র : আল জাজিরা