মার্কিন জ্বালানি কোম্পানিগুলোর উপর হাউছিদের নিষেধাজ্ঞা

মার্কিন জ্বালানি কোম্পানিগুলোর উপর নিষেধাজ্ঞা দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হাউছি সম্প্রদায়। এ তালিকায় যুক্তরাষ্ট্রের ১৩টি কোম্পানি, ৯ নির্বাহী ও ২টি জাহাজ রয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
হাউছিদের ক্ষেপণাস্ত্র
হাউছিদের ক্ষেপণাস্ত্র |আল জাজিরা

মার্কিন জ্বালানি কোম্পানিগুলোর উপর নিষেধাজ্ঞা দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হাউছি সম্প্রদায়। এ তালিকায় যুক্তরাষ্ট্রের ১৩টি কোম্পানি, ৯ নির্বাহী ও ২টি জাহাজ রয়েছে।

মঙ্গলবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় হাউছিসমর্থিত ইয়েমেনভিত্তিক সংস্থা মারকাযু তানসিকিল আমালিয়াতিল ইনসানিয়াহ এক বিবৃতিতে এই তথ্য জানায়।

সূত্রটি জানিয়েছে, হাউছিরা যুক্তরাষ্ট্রের ১৩টি জ্বালানি কোম্পানির উপর নিষেধাজ্ঞা দিয়েছে। এর মধ্যে এক্সন মবিল ও শেভরনসহ প্রধান মার্কিন তেল কোম্পানিগুলো রয়েছে। এছাড়া আরো ৯ জন নির্বাহী এবং দু’টি জাহাজ ওই তালিকায় রয়েছে।

সূত্রটি আরো জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র এই বছর হাউছিদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। এর প্রতিক্রিয়ায় তারা এই পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করে।

মার্কিন প্রশাসনের সাথে একটি শান্তি চুক্তি হয়েছিল হাউছিদের। সেখানে যুক্তরাষ্ট্রভিত্তিক কোনো জাহাজকে ভূমধ্যসাগর ও এডেন সাগরে হামলা করা হবে না মর্মে চুক্তি হয়। তদুপরি তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন।

সূত্র : আল জাজিরা