ইরান-ইসরাইল যুদ্ধবিরতিতে সম্মত, ৫ শতাংশ কমেছে তেলের দাম

গ্রিনিচ মান সময় সকাল ৬টা ৪০ মিনিটের দিকে ব্রেন্ট ক্রুডের দাম ৫ শতাংশ কমে ব্যারেল প্রতি দাঁড়ায় ৬৭ দশমিক ৯৩ ডলারে।

নয়া দিগন্ত অনলাইন

ইরানের সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিপক্ষীয় যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরাইল সম্মত হওয়ার পর মঙ্গলবার তেলের দাম পাঁচ শতাংশেরও বেশি কমেছে।

টোকিও থেকে এএফপি জানায়, গ্রিনিচ মান সময় সকাল ৬টা ৪০ মিনিটের দিকে ব্রেন্ট ক্রুডের দাম ৫ শতাংশ কমে ব্যারেল প্রতি দাঁড়ায় ৬৭ দশমিক ৯৩ ডলারে।

এছাড়া যুক্তরাষ্ট্রের প্রধান তেলচুক্তি ডাব্লিউটিআই (ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট) ৫ দশমিক ১ শতাংশ কমে ব্যারেল প্রতি ৬৫ দশমিক ০১ ডলারে পৌঁছেছে।

যুদ্ধবিরতির কথা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে লেখেন, ‘ইরান-ইসরাইল যুদ্ধবিরতি এখন থেকে কার্যকর হয়েছে, অনুগ্রহ করে কেউ এটি লঙ্ঘন করবেন না।’

কয়েক ঘণ্টা আগে থেকেই প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিরতির কথা জানান। কিন্তু ইসরাইল তখনো আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেনি।

এর আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছিল যে যুদ্ধবিরতির জন্য প্রেসিডেন্ট ট্রাম্প ‘মিনতি’ করেছিলেন।