ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবে যা বলল হামাস

প্রস্তাবে গাজা পরিচালনার জন্য আন্তর্জাতিক অন্তর্বর্তী প্রশাসন গঠনের কথা বলা হলেও হামাস তা প্রত্যাখ্যান করেছে। তাদের মতে, গাজায় সরকার হলে তা অবশ্যই ফিলিস্তিনিদের দ্বারা গঠিত হতে হবে।

নয়া দিগন্ত অনলাইন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া ২০ দফা যুদ্ধবিরতির প্রস্তাবের প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। সোমবার (২৯ সেপ্টেম্বর) ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বৈঠকের পর ট্রাম্প এই প্রস্তাব দেন।

হামাসের একটি সূত্র সৌদি সংবাদমাধ্যম আল-হাদাতকে জানায়, প্রস্তাবের কিছু ধারা নিয়ে তারা মধ্যস্থতাকারীদের কাছে ব্যাখ্যা চেয়েছে। বিশেষ করে আত্মরক্ষার অস্ত্রকে অধিকার হিসেবে দাবি করে হামাস জানিয়েছে, এ বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না।

প্রস্তাবে গাজা পরিচালনার জন্য আন্তর্জাতিক অন্তর্বর্তী প্রশাসন গঠনের কথা বলা হলেও হামাস তা প্রত্যাখ্যান করেছে। তাদের মতে, গাজায় সরকার হলে তা অবশ্যই ফিলিস্তিনিদের দ্বারা গঠিত হতে হবে।

এছাড়া তারা ইসরাইলি সেনা প্রত্যাহারের সুস্পষ্ট সময়সীমা ও যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের গ্যারান্টি দাবি করেছে। ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী, হামাস যত দ্রুত নিরস্ত্র হবে ইসরাইলও তত দ্রুত সেনা প্রত্যাহার করবে। তবে হামাস এ শর্ত মেনে নিতে রাজি নয়।

সূত্র : আল-হাদাত