ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মঙ্গলবার (১১ নভেম্বর) প্যারিসে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে বৈঠক করবেন বলে জানা গেছে। গাজা যুদ্ধবিরতি চুক্তির পূর্ণ বাস্তবায়ন নিয়ে এ বৈঠক হতে পারে। ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় এ তথ্য জানিয়েছে।
বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, গাজায় দুই বছরের যুদ্ধের পর হামাস ও ইসরাইলের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতির এক মাস পর এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
৮৯ বছর বয়সী আব্বাস দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রধান। পশ্চিমতীরের কিছু অংশের ওপর ফিলিস্তিনি কর্তৃপক্ষের সীমিত নিয়ন্ত্রণ রয়েছে। চুক্তির আওতায় তাদের হাতে গাজার শাসনভার তুলে দেয়ার কথা বিবেচনা করা হচ্ছে।
ফরাসি প্রেসিডেন্টর কার্যালয় জানিয়েছে, ‘দুই নেতা শান্তি পরিকল্পনার পরবর্তী পদক্ষেপগুলো, বিশেষ করে নিরাপত্তা, শাসন ও পুনর্গঠনের ক্ষেত্রে’ আলোচনা করবেন।
এই বৈঠক ফরাসি প্রেসিডেন্টের সেপ্টেম্বরে জাতিসঙ্ঘ সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্তের পর অনুষ্ঠিত হচ্ছে। এই পদক্ষেপকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ‘ঐতিহাসিক ও সাহসী’ বলে প্রশংসা করেছিল।
আব্বাসের সাথে আলোচনার সময় ম্যাক্রোঁ গাজার জন্য মানবিক সহায়তার প্রবেশাধিকার বজায় রাখার প্রয়োজনীয়তা এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের মধ্যে পরিবর্তনগুলো নিয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।
সূত্র : বাসস



