ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির আওতায় তারা আবারো ত্রাণ পাঠাতে প্রস্তুত বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল সমর্থিত ত্রাণ বিতরণকারী সংস্থা গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)।
বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, জিএইচএফ ছাড়া অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ইসরাইল। গত মে মাসে গাজায় ত্রাণ পৌঁছানোর জন্য এই সংস্থাকে দায়িত্ব দেয়া হয়। তবে জাতিসঙ্ঘ বিশেষজ্ঞ ও প্রচলিত ত্রাণ সংস্থাগুলো জিএইচএফের কার্যক্রমের সমালোচনা করে।
জাতিসঙ্ঘের মানবাধিকার দফতরের তথ্য অনুযায়ী, জিএইচএফের ত্রাণ বিতরণ কেন্দ্র থেকে সহায়তা নিতে গিয়ে শত শত ফিলিস্তিনি ইসরাইলি হামলায় নিহত হন। এ ঘটনায় আগস্টে জাতিসঙ্ঘের বিশেষ প্রতিবেদকরা সংস্থাটি বন্ধ করার আহ্বান জানান।
জিএইচএফ-এর মুখপাত্র চ্যাপিন ফে বলেন, যুদ্ধবিরতির প্রথম ধাপে হামাসের হাতে আটক ইসরাইলি পণবন্দীদের মুক্তির সময় সংস্থাটির কার্যক্রম স্থগিত রাখা হয়েছিল। এখন নতুন নির্দেশের অপেক্ষায় রয়েছে তারা।
তিনি আরো বলেন, ‘মাঠপর্যায়ে পরিস্থিতি এখনো অস্থির। তবে আমাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে, যাতে নির্দেশ পাওয়ার সাথে সাথে আমরা দ্রুত কার্যক্রম শুরু করতে পারি।’
ফে বলেন, ‘আমাদের ত্রাণবাহী ট্রাক প্রস্তুত। গাজার নারী, শিশু ও বৃদ্ধসহ সাধারণ মানুষের কাছে সরাসরি সহায়তা পৌঁছানোই এখন আমাদের লক্ষ্য। মাঠপর্যায়ের চাহিদা অনুযায়ী আমাদের কার্যক্রমের ধরনও বদলাবে।’
এর আগে, আগস্টে জাতিসঙ্ঘের একটি বিশেষজ্ঞ প্যানেল অভিযোগ করে, ত্রাণ বিতরণের আড়ালে জিএইচএফকে গোপনে ‘সামরিক ও রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে’।
সূত্র : বাসস



