সিরিয়ায় তুরস্কের রাডার সিস্টেম মোতায়েন করায় ইসরাইলে ক্ষোভ

সিরিয়ায় তুরস্কের রাডার সিস্টেম মোতায়েন করায় ক্ষোভ প্রকাশ করেছে ইসরাইল।

নয়া দিগন্ত অনলাইন
সিরিয়ায় তুরস্কের রাডার সিস্টেম মোতায়েন করায় ইসরাইলে ক্ষোভ
সিরিয়ায় তুরস্কের রাডার সিস্টেম মোতায়েন করায় ইসরাইলে ক্ষোভ |মিডল ইস্ট আই

সিরিয়ায় তুরস্কের রাডার সিস্টেম মোতায়েন করায় ক্ষোভ প্রকাশ করেছে ইসরাইল। বৃহস্পতিবার দু’টি পশ্চিমা গোয়েন্দা সূত্র আই২৪নিউজকে এই তথ্য নিশ্চিত করেছে।

মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ায় তুর্কি রাডার সিস্টেম মোতায়েন করায় উত্তেজনা বাড়ছে ইসরাইল ও তুরস্কের মধ্যে। আশা করা হচ্ছে যে তুর্কি রাডারের ফলে সিরিয়ার আকাশসীমায় ইসরাইলের চলাচলের স্বাধীনতা উল্লেখযোগ্যভাবে সীমিত হবে। এটি ইরানসহ অন্যান্য অঞ্চলে ইসরাইলি অভিযান পরিচালন ক্ষমতাকে প্রভাবিত করতে পারে।

প্রতিবেদন অনুসারে, সিরিয়ায় তুর্কি রাডার মোতায়েন তুরস্ককে সিরিয়ার আকাশে ইসরাইলি বিমানের চলাচল ট্র্যাক করার অনুমতি দেবে। এই ক্ষমতা ইসরাইলি বিমান বাহিনীর অপারেশনাল স্বাধীনতার উপর বড় ধরনের বিধিনিষেধ আরোপ করতে পারে।

ইসরাইলি একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, সিরিয়ায় তুরস্কের সামরিক ঘাঁটি স্থাপনের সম্ভাবনা একটি ‘সম্ভাব্য হুমকি’। যদি সেখানে তুর্কি বিমান ঘাঁটি প্রতিষ্ঠিত হয়, তাহলে এটি সিরিয়ায় ইসরাইলের কর্মকাণ্ডের স্বাধীনতাকে ক্ষতিগ্রস্ত করবে।

সূত্র : মিডল ইস্ট মনিটর