সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে গাজার একটি শিশুর ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, শিশুটিকে আপেল দেখিয়ে জিজ্ঞেস করা হচ্ছে, এটি কী ফল? অনেক চেষ্টা করেও সে আপেলের নাম মনে করতে পারল না।
ভিডিওতে আরো দেখা যায়, আপেল শনাক্ত করতে গিয়ে সে দ্বিধায় ভুগছে। একবার বলছে, এটি তরমুজ। পরে বলছে, না, না। এটি পেয়ারা। তাতেও সন্দেহ জাগে মনে। পরে লজ্জাবনত কণ্ঠে বলল, আপেল হবে হয়তো।
বিশ্বব্যাপী সাড়া ফেলেছে ভিডিওটি। নেটিজেনরা বলছেন, এটি কেবল গাজার খাদ্য ঘাটতিকেই নির্দেশ করে না। বরং যুদ্ধ যে সেখানকার শিশুদের জীবনযাত্রাই পরিবর্তন করে দিয়েছে, তাও প্রতীয়মান হয়; এবং তা এতটাই ভয়ঙ্কর যে শিশুদের প্রাত্যহিক জীবনের সাধারণ ফলগুলোর নাম ভুলিয়ে দিয়েছে।
ভিডিওর শেষের দিকে একটি পুরুষ কণ্ঠ শোনা যায়। লোকটি শিশুটিকে স্নেহের স্বরে বলছেন, আল্লাহর কসম, তোমাকে দেয়ার জন্যই আমি এই ফলটি কিনেছি। এরপর তিনি শিশুটিকে জড়িয়ে ধরে কপালে চুমু কাটেন।
আসলে এটি এমন এক বাস্তবতা, যা পুরো একটি প্রজন্মের শৈশব ও শৈশবের সুন্দর স্মৃতি থেকে বঞ্ছনাকে প্রতিভাত করে।
সূত্র : আল জাজিরা মুবাশ্বির



