ট্রাম্পের গাজা পরিকল্পনায় হামাসের প্রতিক্রিয়া, যা বলছে অন্য গোষ্ঠীগুলো

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা প্রস্তাবনায় প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। তাদের ওই প্রতিক্রিয়ার প্রতি সম্মতি ও সমর্থন জানিয়েছে উপত্যকায় তৎপর অন্যান্য প্রতিরোধ আন্দোলন।

নয়া দিগন্ত অনলাইন
গাজা সিটির সমুদ্রপাড়ের রাস্তা
গাজা সিটির সমুদ্রপাড়ের রাস্তা |আল জাজিরা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা প্রস্তাবনায় প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। তাদের ওই প্রতিক্রিয়ার প্রতি সম্মতি ও সমর্থন জানিয়েছে উপত্যকায় তৎপর অন্যান্য প্রতিরোধ আন্দোলন।

শনিবার (৪ অক্টোবর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আজ শনিবার ফিলিস্তিনের অন্যান্য প্রতিরোধ আন্দোলন ট্রাম্পের গাজা পরিকল্পনায় হামাসের প্রতিক্রিয়াকে সমর্থন জানিয়েছে। তারা এটিকে জাতীয় দায়িত্বশীল অবস্থান হিসেবে অভিহিত করেছে। একইসাথে অপরাপর সকল প্রতিরোধ আন্দোলনের সাথে খোলামেলা পরামর্শ করে এই প্রতিক্রিয়া জানানো হয়েছে বলেও মন্তব্য করে দলগুলো।

এ সময় তারা সবাইকে পরিকল্পনাগুলো পূর্ণ করার আহ্বান জানায়। একইসাথে মধ্যস্থতাকারী আরব ও মুসলিম পক্ষগুলোকে, বিশেষভাবে কাতার, তুরস্ক ও মিসরের ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানায়। পাশাপাশি তারা আশাবাদ ব্যক্ত করেন যে ফিলিস্তিনিদের স্বার্থ রক্ষা হবে এবং দখলদার শক্তি প্রতিহত হবে, এমন সিদ্ধান্ত গ্রহণে তারা সবাই সহযোগিতা করবে।

সূত্র : আল জাজিরা