সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা ইয়েমেনের বিস্তীর্ণ এলাকা দখল করার পর দেশটির প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের প্রধান মঙ্গলবার জরুরি অবস্থা ঘোষণা করেছেন। একইসাথে ইউএইর সাথে করা নিরাপত্তা চুক্তি বাতিল করা হয়েছে।
এক বিবৃতিতে বলা হয়, ‘সংযুক্ত আরব আমিরাতের সাথে যৌথ প্রতিরক্ষা চুক্তি বাতিল করা হলো।’
পৃথক এক ডিক্রিতে ৯০ দিনের জন্য জরুরি অবস্থা জারির ঘোষণা দেয়া হয়। এর আওতায় ৭২ ঘণ্টার জন্য আকাশ, সমুদ্র ও স্থলপথে অবরোধ আরোপ করা হয়েছে।
সূত্র : এএফপি/বাসস



