গাজার আল শিফা হাসপাতালে ওষুধের অভাবে মৃত্যুঝুঁকিতে ২ শতাধিক ফিলিস্তিনি

ইসরাইলি হামলায় আহত রোগীতে ভরে আছে আল-শিফা হাসপাতাল। এর মধ্যে ২০০ জনেরও বেশি মানুষ প্রাণঝুঁকিতে রয়েছে। এর মধ্যে ক্ষতস্থান শুকানোর ওষুধ দিতে না পারায় অনেকেরই অঙ্গ কেটে ফেলতে হচ্ছে।

নয়া দিগন্ত অনলাইন
গাজায় ওষুধের অভাবে মৃত্যুঝুঁকিতে ফিলিস্তিনিরা
গাজায় ওষুধের অভাবে মৃত্যুঝুঁকিতে ফিলিস্তিনিরা |আল জাজিরা

গাজায় ওষুধের অভাবে মৃত্যুঝুঁকিতে রয়েছে দুই শতাধিক ফিলিস্তিনি। আল-শিফা হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা জানান।

তিনি বলেন, ইসরাইলি হামলায় আহত রোগীতে ভরে আছে আল-শিফা হাসপাতাল। এর মধ্যে ২০০ জনেরও বেশি মানুষ প্রাণঝুঁকিতে রয়েছে। এর মধ্যে ক্ষতস্থান শুকানোর ওষুধ দিতে না পারায় অনেকেরই অঙ্গ কেটে ফেলতে হচ্ছে।

উল্লেখ্য, চলমান গাজা যুদ্ধ আজ ৬৭৯তম দিন অতিক্রম করছে। এ সময় ইসরাইলি আগ্রাসনে অন্তত ৬১ হাজার ৭৭৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আরো ১ লাখ ৫৪ হাজার ৯০৬ জন আহত হয়েছে। নিখোঁজ রয়েছে ১১ সহস্রাধিক। গাজার মিডিয়া অফিস হাসপাতালে নথিভুক্ত নিহতদের তথ্য অনুসারে এই সংখ্যা উল্লেখ করেছে। তবে স্ব-উদ্যোগে প্রণীত নানা জরিপে নিহতের সংখ্যা লাখের কাছাকাছি বলে জানানো হয়েছে।

সূত্র : আল জাজিরা