মিসরের শারম আল-শেখের কাছে এক গাড়ি দুর্ঘটনায় রোববার (১২ অক্টোবর) কাতারের তিনজন কূটনীতিক নিহত ও আরো দুইজন আহত হয়েছেন।
বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, সম্প্রতি গাজায় যুদ্ধবিরতি ও ইসরাইলি পণবন্দীদের মুক্তি সংক্রান্ত আলোচনায় অংশ নিয়েছিল ওই কূটনীতিক ও সরকারি প্রতিনিধিদলটি। আলোচনা শেষে তারা শহর ছেড়ে যাচ্ছিলেন।
মিসরের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-কাহেরা নিউজ জানিয়েছে, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার কারণে এই দুর্ঘটনা ঘটে। এ সময় গাড়িতে কাতারের পাঁচজন যাত্রী ও মিসরের চালক ছিলেন।
কায়রোতে কাতারি দূতাবাস তিন কূটনীতিকের মৃত্যুর ঘটনায় ‘গভীর দুঃখ ও শোক’ প্রকাশ করেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কাতারের বিমানে করে আজ হতাহতদের দোহায় পাঠানো হবে। আহত দুইজন বর্তমানে শারম আল শেখ আন্তর্জাতিক হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছেন।’
মিসর ও যুক্তরাষ্ট্রের সাথে কাতার গাজা যুদ্ধবিরতির জন্য কয়েক মাস ধরে আলোচনা করছিল।
সূত্র : বাসস