যুদ্ধবিরতির ঘোষণা দিয়েও গাজায় ইসরাইলের ফের হামলা, নিহত ২

এই হামলা গাজায় ১০ অক্টোবর কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতিকে আরো অনিশ্চয়তা মধ্যে ঠেলে দিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন

যুদ্ধবিরতির ঘোষণা দিয়েও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার উত্তরাঞ্চলে আবারো বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় গাজার বেইত লাহিয়া এলাকায় ইসরাইলের সর্বশেষ এই হামলায় কমপক্ষে দুইজন নিহত হয়েছে বলে আল-শিফা হাসপাতাল জানিয়েছে।

ইসরাইল দাবি করেছে, তারা এমন একটি স্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে যেখানে অস্ত্র মজুদ ছিল এবং তাদের সেনা সদস্যদের জন্য তা ’তাৎক্ষণিক হুমকি’ ছিল।

এই হামলা গাজায় ১০ অক্টোবর কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতিকে আরো অনিশ্চয়তা মধ্যে ঠেলে দিয়েছে। মঙ্গলবার রাতে শুরু হওয়া ব্যাপক বোমাবর্ষণ ছিল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে সবচেয়ে ভয়াবহ।

মঙ্গলবার দক্ষিণ গাজার রাফায় ইসরাইলের এক সৈন্য নিহত হওয়ার খবরের পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় ‘শক্তিশালী’ প্রতিশোধমূলক হামলার নির্দেশ দেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এর ফলে ১০৪ জন নিহত হয়েছে। যাদের বেশিভাগই নারী ও শিশু।

ইসরাইলের দাবি, তাদের হামলায় হামাসের বেশ কিছু নেতা নিহত হয়েছেন। এরপর তারা বুধবার দুপুরে আবারো যুদ্ধবিরতিতে ফেরার ঘোষণা দেয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেছেন, সাম্প্রতিক হামলা সত্ত্বেও যুদ্ধবিরতি ‘ঝুঁকির মধ্যে নেই’।

আঞ্চলিক মধ্যস্থতাকারী কাতার হামলায় হতাশা প্রকাশ করলেও তারা জানিয়েছে, তারা এখনো যুদ্ধবিরতির পরবর্তী ধাপে অগ্রসর হওয়ার বিষয়ে আশাবাদী। এই ধাপে হামাসের নিরস্ত্রীকরণও অন্তর্ভুক্ত রয়েছে।

সূত্র : আল জাজিরা