স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার অগ্রগতি যেকোনো সময়ে চেয়ে নিকটবর্তী : হামাস

স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার অগ্রগতি যেকোনো সময়ে চেয়ে নিকটবর্তী বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের অন্যতম নেতা ফুজি বারহুম

নয়া দিগন্ত অনলাইন
হামাসের অন্যতম নেতা ফুজি বারহুম
হামাসের অন্যতম নেতা ফুজি বারহুম |আল জাজিরা

স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার অগ্রগতি যেকোনো সময়ে চেয়ে নিকটবর্তী বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের অন্যতম নেতা ফুজি বারহুম।

মঙ্গলবার (৭ অক্টোবর) টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি এই মন্তব্য করেন। একইসাথে তুফানুল আকসা অভিযানকে তাদের ন্যায্য অধিকার বলেও আখ্যা দিয়েছেন।

আল জাজিরার খবরে বলা হয়েছে, গাজায় ইসরাইলি আগ্রাসনের দুই বছর অতিক্রম হওয়া উপলক্ষ্যে হামাস ফিলিস্তিনি নাগরিক, বিভিন্ন প্রতিরোধ সংগঠন ও গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রতি চিঠি দিয়েছে। একইসাথে মধ্যস্থতাকারীদেরকেও তারা কৃতজ্ঞতা জানিয়ছে। তারা ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চলমান সংলাপ ব্যর্থ না করার বিষয়েও সতর্ক করে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হয় তুফানুল আকসা অভিযান। এদিন ভোরবেলা ইসরাইলি দখলদারদের বিরুদ্ধে স্মরণকালের ভয়াবহ অভিযান পরিচালনা করে হামাস। এ সময় তারা ইসরাইলে স্থল-নৌ-আকাশ সব পথে হামলা করে। একইসাথে ইসরাইলি কিছু জনপদে প্রবেশ করে দুই শতাধিক ইসরাইলিকে বন্দী করে গাজায় নিয়ে আসে।

সূত্র : আল জাজিরা