যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান, অস্ত্র সমর্পণ করবে না হিজবুল্লাহ

হিজবুল্লাহর নেতা নাইম কাসেম বলেন, ‘আমরা আত্মসমর্পণ করবো না এবং ইসরাইল আমাদের অস্ত্র কেড়ে নিতে পারবে না।’

নয়া দিগন্ত অনলাইন
হিজবুল্লাহ নেতা নাইম কাসেম
হিজবুল্লাহ নেতা নাইম কাসেম |সংগৃহীত

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ অস্ত্র ত্যাগ করবে না বলে জানিয়ে দিয়েছে। গত মাসে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের বিষয়ে একটি প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র। কিন্তু তা প্রত্যাখ্যান করেছেন হিজবুল্লাহর নেতা নাইম কাসেম।

তিনি শুক্রবার এক ভিডিও বার্তায় বলেছেন, ‘লেবাননে কোনো প্রতিরোধ ব্যবস্থা না থাকলে ইসরাইলি সেনাবাহিনী দেশটিতে তাদের কার্যক্রম বিস্তৃত করবে। আমরা আত্মসমর্পণ করবো না এবং ইসরাইল আমাদের অস্ত্র কেড়ে নিতে পারবে না।’

এই মন্তব্য যুক্তরাষ্ট্রের কূটনৈতিক উদ্যোগে একটি বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। গত মাসে তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও সিরিয়া-বিষয়ক বিশেষ দূত থমাস ব্যারাক লেবাননের সাথে ইসরাইলের মধ্যে চুক্তি সম্পাদনের প্রস্তাব দেন। যার মধ্যে হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের বিষয়টি ছিল।

এদিকে লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম শুক্রবার আল জাদিদ টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, হিজবুল্লাহর অস্ত্র ২০০০ সালে দক্ষিণ লেবাননকে ইসরাইলি দখল থেকে মুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। কিন্তু এখন সেই অস্ত্র রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে থাকা উচিত।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে একটি সুযোগ হিসেবে দেখা উচিত যা ইসরাইলের সম্ভাব্য পিছু হটার পথ তৈরি করতে পারে।

তবে কাসেম বলেন, ‘লেবানন বর্তমানে একটি অস্তিত্বগত হুমকির মুখে রয়েছে। এই হুমকি দূর করার পর আমরা প্রতিরক্ষা কৌশল বা জাতীয় নিরাপত্তা কৌশল নিয়ে আলোচনা করতে প্রস্তুত।’

সূত্র : আল জাজিরা