নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলায় আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে ব্রাজিলও। মামলায় ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ‘গণহত্যা’ চালানোর অভিযোগ আনা হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) আদালত এক বিবৃতিতে নিশ্চিত করেছে, ব্রাজিল আইসিজে বিধির ৬৩ নম্বর অনুচ্ছেদ ব্যবহার করে মামলায় অন্তর্ভুক্ত হওয়ার ঘোষণা দিয়েছে।
৬৩ নম্বর অনুচ্ছেদটি জাতিসঙ্ঘের যেকোনো সদস্যরাষ্ট্রকে মামলায় অন্তর্ভুক্ত করতে পারে, যদি মামলাটি এমন কোনো চুক্তির ব্যাখ্যার সাথে সম্পর্কিত হয়, যেটির পক্ষ তারা নিজেও। ব্রাজিল এই অনুচ্ছেদটি ব্যবহার করে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে, ইসরাইল ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশন লঙ্ঘন করছে।
আন্তর্জাতিক বিচার আদালত জানিয়েছে, দক্ষিণ আফ্রিকা ও ইসরাইলকে ‘হস্তক্ষেপের ঘোষণার বিষয়ে লিখিত পর্যবেক্ষণ পেশ করার’ জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
এর আগে, জুলাই মাসে ইসরাইলের গাজা ও অধিকৃত পশ্চিমতীরে আগ্রাসনের নিন্দা জানিয়ে ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, তারা এ মামলায় যুক্ত হতে চায় এবং ইসরাইলের ‘দায়মুক্তির’ বিষয়টি আন্তর্জাতিক আইন ক্ষুণ্ন করছে।
ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মামলায় স্পেন, আয়ারল্যান্ড, মেক্সিকো, তুর্কিসহ আরো কিছু দেশের সাথে ব্রাজিলও যোগ দিয়েছে। তবে আইসিজে’র চূড়ান্ত রায় আসতে এখনো বেশ কয়েক বছর সময় লাগতে পারে।
কিন্তু আদালত ২০২৪ সালের জানুয়ারিতে একটি অন্তর্বর্তীকালীন আদেশ জারি করার মাধ্যমে ইসরাইলকে গাজায় গণহত্যা ঠেকাতে পদক্ষেপ নিতে এবং মানবিক সাহায্যে নিরবচ্ছিন্ন প্রবেশাধিকার নিশ্চিত করতে বলেছে।
আদালত আরো রায় দিয়েছে, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের উপস্থিতি বেআইনি এবং তারা সেখানে যে নীতি অবলম্বন করছে, তা ওই এলাকার দখল নেয়ার সমতুল্য।
সূত্র : আল জাজিরা