গাজা যুদ্ধ বন্ধে মার্কিন পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদ। সোমবার সন্ধ্যায় এক অধিবেশনে স্বাগত জানানো হয়।
আল জাজিরার খবরে বলা হয়েছে, মার্কিন পরিকল্পনার বিষয়ে একটি ভোটভুটি অনুষ্ঠিত হয়েছে। সেখানে নিরাপত্তা পরিষদের ১৩ সদস্য ভোট দিয়েছে। অপরদিকে চীন ও রাশিয়া সেখানে ভোদদানে বিরত থেকেছে।
জাতিসঙ্ঘের ওয়েবসাইটে বলা হয়েছে, গাজা যুদ্ধ বন্ধের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের ২৯ সেপ্টেম্বরে যে পরিকল্পনা পেশ করেছে, সেটিকে স্বাগত জানিয়েছে পরিষদ। একইসাথে তারা পরিকল্পনাটি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন এবং যুদ্ধ বন্ধে সচেষ্ট থাকার আহ্বান জানান।
পরিকল্পনার যেসব বিষয়ে নিরাপত্তা পরিষদ স্বাগত জানিয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো-
-একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে, তারা গাজার পুনর্গঠনে তত্ত্ববধান করবে। এতে আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বাহিনী অন্তর্ভুক্ত থাকবে।
-গাজার অন্তর্বর্তী সরকারের সর্বশেষ মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
-গাজার পুনর্গঠন ও অগ্রগতির মাধ্যমে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রগঠন করা হবে।
-নতুন করে নিরাপত্তা পরিষদের সহযোগিতায় ত্রাণসামগ্রী দেয়া হবে। সেগুলো কেবল নিরাপত্তামূলক খাতেই ব্যবহার করা হবে।
-কার্যকরী সংস্থাগুলো নিরাপত্তা পরিষদের অধীনে থেকে কাজ করবে। তাদেরকে স্বেচ্ছাসেবী ও দাতাদের মাধ্যমে তহবিল দেয়া হবে।
-নিরাপত্তা পরিষদ বিশ্বব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠাগুলোর প্রতি আহ্বান জানায় যে তারা যেন গাজার পুনর্গঠনে তহবিল সরবরাহ করে।
সূত্র : আল জাজিরা



