অধিকৃত পশ্চিমতীরে বুধবার (২৬ নভেম্বর) ইসরাইলি সেনাবাহিনী একটি বড় পরিসরে সামরিক অভিযান শুরু করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আনাদোলু অ্যাজেন্সি জানিয়েছে, ইসরাইল উত্তর তুবাস গভর্নরেটের অভ্যন্তরে তার বাহিনীকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করেছে এবং বেশ কয়েকটি এলাকায় বুলডোজার মোতায়েন করেছে। এছাড়াও ইসরাইলি হেলিকপ্টারগুলো এমন লক্ষ্যবস্তুতে গুলি চালিয়েছে, যার প্রকৃতি সম্পর্কে এখনো জানা যায়নি।
তুবাসের গভর্নর আহমেদ আল-আসাদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বিবৃতিতে বলেছেন, ‘কয়েক বছরের মধ্যে এই প্রথম অ্যাপাচি হেলিকপ্টারগুলো অভিযানে যুক্ত হয়েছে এবং আবাসিক এলাকা লক্ষ্য করে ভারী মেশিনগানের গুলি ছুড়ছে।’
নতুন ইসরাইলি অভিযানটি তুবাস শহরের পাশাপাশি আকাবা ও তাম্মুনেও পরিচালিত হচ্ছে। সেনাবাহিনী কারফিউ জারি করেছে এবং সামরিক চেকপয়েন্ট বসিয়ে গভর্নরেটের সব প্রবেশপথ বন্ধ করে দিয়েছে। গভর্নর বলেছেন, অ্যাম্বুলেন্স ও মেডিক্যাল টিমের চলাচলও সীমিত করা হয়েছে।
আসাদ আরো বলেন, ইসরায়েলি বাহিনী তাম্মুন, তুবাস, আল-ফারা এবং তাইসি শহরের বেশ কয়েকটি বাড়িতে অভিযান চালিয়েছে এবং অনেকগুলোকে সামরিক পোস্টে পরিণত করেছে।
ইসরাইলি বাহিনী বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, তাদের বাহিনী শিন বেত ও পুলিশের সাথে পশ্চিমতীরের উত্তরে রাতভর অভিযান শুরু করেছে। তাদের দাবি, এই অঞ্চলে ‘সন্ত্রাসবিরোধী’ প্রচেষ্টার অংশ হিসেবে অভিযান চালানো হচ্ছে।



