গাজায় কোন দেশ সৈন্য পাঠাবে, তা ইসরাইল নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
রোববার (২৬ অক্টোবর) মন্ত্রিসভার এক বৈঠকে গাজায় বিদেশী সৈন্যদের শান্তিরক্ষা কাজে নিযুক্ত করার এখতিয়ার প্রসঙ্গে এমন মন্তব্য করেন তিনি।
নেতানিয়াহু বলেন, আমরা আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। সেজন্য কোন দেশের সৈন্য গ্রহণ যোগ্য, তা আমরাই ঠিক করব। আমরা এভাবেই কাজ করছি। ভবিষ্যতেও এভাবেই করব।
তিনি আরো বলেন, এটি অবশ্য যুক্তরাষ্ট্রের কাছেও গ্রহণযোগ্য। তাদের শীর্ষ প্রতিনিধিরা গত কয়েক দিনে আমাদের এমনটিই জানিয়েছেন।
আরব কিংবা অন্য দেশগুলো এই বাহিনীতে সেনা পাঠাতে রাজি হবে কিনা, সেটি এখনও পরিষ্কার নয়। তবে ইসরাইল গাজায় শান্তিরক্ষা বাহিনী গঠনের ধরন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। যদিও ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে বলেছে, গাজায় মার্কিন সৈন্য পাঠানো হবে না। বিদেশী এই বাহিনীতে মিসর, ইন্দোনেশিয়া এবং উপসাগরীয় আরব দেশগুলোর সৈন্যরা থাকবে।
সূত্র : রয়টার্স



