ইসরাইল কেন গাজার আবাসিক এলাকায় তীব্র ধ্বংসযজ্ঞ চালাচ্ছে

তিন দিনের মধ্যে ইসরাইলি সেনাবাহিনী গাজা শহরের দক্ষিণ-পূর্বে জেইতুন পাড়ায় ৩০০টিরও বেশি বাড়িঘর ধ্বংস করেছে।

নয়া দিগন্ত অনলাইন
গাজা
গাজা |সংগৃহীত

তিন দিনের মধ্যে ইসরাইলি সেনাবাহিনী গাজা শহরের দক্ষিণ-পূর্বে জেইতুন পাড়ায় ৩০০টিরও বেশি বাড়িঘর ধ্বংস করেছে। সামরিক বিশেষজ্ঞ হাতেম করিম আল-ফালাহির মতে, ৭ অক্টোবর ২০২৩ থেকে দখলদার বাহিনী এই কৌশল ব্যবহার করছে, যার উদ্দেশ্য-

১. প্রতিরোধ গোষ্ঠী ও তাদের অবকাঠামো দুর্বল করা।

২. জনসংখ্যাগত ও ভৌগোলিক পরিবর্তন ঘটিয়ে এলাকাকে বসবাসের অযোগ্য করে জোরপূর্বক বাস্তুচ্যুতি ঘটানো।

৩. নিরাপত্তা বাফার জোন তৈরি ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা।

৪. প্রতিরোধের উপর চাপ সৃষ্টি করে ছাড় আদায় বা তাদের সামাজিক ভিত্তি দুর্বল করা।

এই সামরিক বিশেষজ্ঞ জানান, গাজার কিছু এলাকা ৮০–৯০ শতাংশ পর্যন্ত ধ্বংস হয়ে গেছে, যা পুনর্গঠনকে দীর্ঘমেয়াদে জটিল করবে।

বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষের মুখপাত্র মেজর মাহমুদ বাসাল জানান, ইসরাইলি সেনারা উচ্চ-বিস্ফোরক বোমা ব্যবহার করছে যাতে লক্ষ্যবস্তুসহ আশপাশের এলাকাও ধ্বংস হয়।

আল-ফালাহি সতর্ক করেছেন, গাজা শহর দখল করা ইসরাইলের জন্য কঠিন হবে ঘন শহুরে পরিবেশ ও প্রতিরোধ যোদ্ধাদের গতিশীলতার কারণে।

ইসরাইলি চিফ অফ স্টাফের মতে, ২০২৬ সাল পর্যন্ত সামরিক অভিযান চলতে পারে। গত সপ্তাহে নিরাপত্তা মন্ত্রিসভা গাজা শহরের নিয়ন্ত্রণ নেয়ার পরিকল্পনা অনুমোদন করেছে।

সূত্র : আল জাজিরা