ইসরাইলি বন্দীদের পরিবার দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর আদালতে ঢুকে হামলা করেছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় গণমাধ্যম চ্যানেল ১২ এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আজ বুধবার দুর্নীতির মামলায় কোর্টে হাজিরা দিতে উপস্থিত হয়েছেন নেতানিয়াহু। এ সময় ইসরাইলি বন্দীদের পরিবার আদালত কক্ষে ঢুকে প্রধানমন্ত্রীর উপর হামলা করে। এতে তিনি তৎক্ষণাৎ আদালত ত্যাগ করতে বাধ্য হন।
সূত্রটি আরো জানিয়েছে, দীর্ঘদিন ধরে নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা চলমান রয়েছে। তার মামলার নম্বর ১০০০, ২০০০ ও ৪০০০। বিরোধী দলীয় নেতাদের অভিযোগ রয়েছে যে নেতানিয়াহু নিজের বিচারিক শাস্তি এড়ানোর জন্য গাজা যুদ্ধ প্রলম্বিত করছে এবং নতুন নতুন ফ্রন্টে ইসরাইলকে যুদ্ধে জড়াচ্ছেন।
উল্লেখ্য, চলমান গাজা যুদ্ধে এ পর্যন্ত অন্তত ৬৪ হাজার ৯৬৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১ লাখ ৬৫ হাজার ৩১২ জন। এছাড়া হাজার হাজার ফিলিস্তিনি ধ্বংসস্তুপের নিচে নিখোঁজ রয়েছে।
আর এই যুদ্ধে ইসরাইলের অন্তত ১ হাজার ১৩৯ জন নিহত হয়েছে। এছাড়া আরো ২০০ জন বন্দী হয়েছে। যাদের কিছু ইতোমধ্যে মুক্ত হয়েছে। কিছু ইসরাইলি হামলায় নিহত হয়েছে। এখনো বন্দী আছে আরো কিছুজন।
সূত্র : আল জাজিরা