আগ্রাসন হলে জবাব দেয়া হবে : ইরানের শীর্ষ নিরাপত্তা কাউন্সিল

ইরান এবং তার বাহিনীর ইরানের ওপর আক্রমণের প্রতিশোধ হিসেবে ‘নির্ধারক এবং পরিকল্পিত আঘাত’ প্রদানের জন্যও প্রশংসা করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এক বিবৃতি প্রকাশ করে বলেছে, ‘পরবর্তী যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে ইরান একটি সিদ্ধান্তমূলক, দৃঢ় এবং সময়োপযোগী প্রতিক্রিয়া দেখাবে।’

বিবৃতিতে কাউন্সিল ইরানি জনগণের ‘সচেতনতা, স্থিতিস্থাপকতা এবং ঐক্য’র প্রশংসা করে বলেছে, ‘শত্রুদের পরাজয়’ ইরানিদের ‘দৃঢ় সংকল্প, কৌশলগত ধৈর্য এবং অপমান বা একতরফা আপস মেনে নিতে অস্বীকৃতির’ ওপর নির্ভরশীল।

বিবৃতিতে ইরান এবং তার বাহিনীর ইরানের ওপর আক্রমণের প্রতিশোধ হিসেবে ‘নির্ধারক এবং পরিকল্পিত আঘাত’ প্রদানের জন্যও প্রশংসা করা হয়েছে।

সূত্র : বিবিসি