গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলা, নিহত ছাড়াল ৬৯ হাজার

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা উত্তর গাজায় একজন ফিলিস্তিনিকে হত্যা করেছে।

নয়া দিগন্ত অনলাইন
যুদ্ধবিধ্বস্ত গাজা
যুদ্ধবিধ্বস্ত গাজা |সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার একমাস পরও ইসরাইলি বাহিনীর হাতে ফিলিস্তিনিদের নিহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। ইসরাইলি হামলা এবং ধ্বংসস্তূপের নিচ থেকে লাশ উদ্ধারের অনুসন্ধান অব্যাহত থাকায় গাজায় নিহতের সংখ্যা এখনো বাড়ছে।

শনিবার (৮ নভেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আরো লাশ শনাক্ত ও উদ্ধারের পর ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনি ভূখণ্ডে নিহতের মোট সংখ্যা বেড়ে ৬৯ হাজার ১৬৯ জনে দাঁড়িয়েছে। এছাড়াও গত মাসে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় ২৪০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

শনিবার গাজায় আরো হত্যার খবর পাওয়া গেছে। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা উত্তর গাজায় একজন ফিলিস্তিনিকে হত্যা করেছে। তাদের দাবি, তিনি তথাকথিত ‘হলুদ রেখা’ অতিক্রম করেছেন।

ইসরাইলি সেনাবাহিনী আরো জানিয়েছে, তারা দক্ষিণ গাজায় আরো একজন ফিলিস্তিনিকে হত্যা করেছে। তিনি হলুদ রেখা অতিক্রম করেছিলেন এবং সৈন্যদের জন্য ‘তাৎক্ষণিক হুমকি’ হয়ে দাঁড়িয়েছিলেন বলে দাবি করেছে তারা।

এদিকে, নাসের হাসপাতাল সূত্রে জানা গেছে, খান ইউনিস শহরে ইসরাইলি বাহিনীর ফেলে যাওয়া একটি বিস্ফোরকের কারণে এক শিশু নিহত হয়েছে। এতে নিহতের সংখ্যা আরো বাড়ছে।

অন্যদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জরুরি চিকিৎসা প্রয়োজন এমন ব্যক্তিদের সরিয়ে নেয়ার জন্য গাজা ও মিসরের মধ্যে রাফাহ সীমান্ত ক্রসিং পুনরায় খুলে দেয়ার আহ্বান জানিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, প্রায় চার হাজার ফিলিস্তিনি রোগী রাফাহ হয়ে গাজা ছেড়ে মিসর ও অন্য দেশে চিকিৎসার জন্য গেছেন। আরো ১৬ হাজার ৫০০ রোগী এখনো বিদেশে চিকিৎসা সেবার জন্য অপেক্ষা করছেন।

সূত্র : আল জাজিরা