লোহিত সাগরে পণ্যবাহী জাহাজে হাউছিদের হামলায় নিহত ৪

হাউছিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, এটারনিটি সি ইসরাইলের দিকে যাচ্ছিল। হামলার পর হাউছি যোদ্ধারা জাহাজের বেশ কয়েকজন ক্রুকে উদ্ধার করে চিকিৎসাসেবা দিয়েছেন এবং তাদের নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
রকেট চালিত গ্রেনেডের আঘাতে জাহাজ এটারনিটি সি ডুবে যাচ্ছে
রকেট চালিত গ্রেনেডের আঘাতে জাহাজ এটারনিটি সি ডুবে যাচ্ছে |সংগৃহীত

লোহিত সাগরে লাইবেরিয়ার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজে ইরান-সমর্থিত ইয়েমেনের হাউছি বিদ্রোহীদের হামলায় চারজন নিহত হয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী জানিয়েছে, হামলার পর জাহাজটি থেকে ছয়জন ক্রুকে উদ্ধার করা হয়েছে। হাউছিরা এই হামলার দায় স্বীকার করেছে।

উদ্ধার অভিযানে সম্পৃক্ত সূত্রের বরাতে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স বুধবার জানিয়েছে, হামলায় কমপক্ষে চারজন নাবিক নিহত হয়েছেন। এখনো নিখোঁজ রয়েছেন ১৫ জন।

হাউছিদের পক্ষ থেকে বলা হয়েছে, সোমবার গ্রিসের মালিকানাধীন ‘এটারনিটি সি’ নামের পণ্যবাহী জাহাজটিতে একটি নৌযান ব্যবহার করে ক্ষেপণাস্ত্র ছুড়ে হামলা চালানো হয়েছে। গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এবং অবরুদ্ধ উপত্যকায় আগ্রাসন বন্ধ করতে ইসরাইলকে চাপ দেয়ার জন্যই এ হামলা চালানো হয়েছে।

হাউছিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, এটারনিটি সি ইসরাইলের দিকে যাচ্ছিল। হামলার পর হাউছি যোদ্ধারা জাহাজের বেশ কয়েকজন ক্রুকে উদ্ধার করে চিকিৎসাসেবা দিয়েছেন এবং তাদের নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হয়েছে।

হাউছিরা একটি ভিডিও প্রকাশ করেছে। এতে হামলার আগে ক্রুদের সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছিল এবং জাহাজটি ডুবে যাওয়ার আগে বিস্ফোরণ হতে দেখা গেছে।

এদিকে ব্রিটিশ সামরিক বাহিনী পরিচালিত যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার (ইউকেএমটিও) মঙ্গলবার জানায়, হামলায় জাহাজটির ‘উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি’ হয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক নিরাপত্তা সংস্থা অ্যামব্রে বার্তাসংস্থা এএফপিকে জানায়, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত জাহাজটি ইয়েমেনের বন্দরনগরী হোদেইদাহের কাছে ডুবে গেছে। ওই এলাকাটি হাউছিদের নিয়ন্ত্রণে রয়েছে।

অপরদিকে লোহিত সাগর ও আশপাশের জলসীমায় নৌ চলাচলের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ইউরোপীয় ইউনিয়নের অপারেশন অ্যাসপাইডসের পক্ষ থেকে বলা হয়েছে, হামলার শিকার জাহাজটিতে ২২ জন ক্রু ছিলেন। নিরাপত্তা দলে ছিলেন আরো তিনজন। যে ছয়জনকে উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে পাঁচজন ফিলিপাইনের নাগরি এবং একজন ভারতীয়।

সূত্র : আল জাজিরা