গাজার ‘শান্তি পর্ষদে’ আমন্ত্রণ : জাতিসঙ্ঘ-কেন্দ্রিক ব্যবস্থা রক্ষার কথা জানালো চীন

জাতিসঙ্ঘকে ‘কেন্দ্রে রেখে’ আন্তর্জাতিক ব্যবস্থাকে রক্ষা করবে চীন।

নয়া দিগন্ত অনলাইন
জাতিসঙ্ঘ-কেন্দ্রিক ব্যবস্থা রক্ষার কথা জানালো চীন
জাতিসঙ্ঘ-কেন্দ্রিক ব্যবস্থা রক্ষার কথা জানালো চীন |বাসস

গাজায় ‘শান্তি পর্ষদে’ যোগ দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ পাওয়ার একদিন পর বুধবার চীন জানিয়েছে, তারা জাতিসঙ্ঘকে ‘কেন্দ্রে রেখে’ আন্তর্জাতিক ব্যবস্থাকে রক্ষা করবে।

বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বেইজিং মঙ্গলবার নিশ্চিত করেছে, তারা যুক্তরাষ্ট্র থেকে ‘শান্তি পর্ষদে’ যোগদানের আমন্ত্রণ পেয়েছে। তবে চীন আমন্ত্রণ গ্রহণ করবে কিনা, তা এখনো নিশ্চিত করেনি।

বুধবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, ‘আন্তর্জাতিক পরিস্থিতি যেভাবেই পরিবর্তিত হোক না কেন, বেইজিং জাতিসঙ্ঘকে কেন্দ্র করে আন্তর্জাতিক ব্যবস্থাকে সমর্থন করে। জাতিসঙ্ঘ সনদের উদ্দেশ্য ও নীতির ভিত্তিতে হবে আন্তর্জাতিক সম্পর্ক।’

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ এবং জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে চীন ঐতিহ্যগতভাবে জাতিসঙ্ঘ-কেন্দ্রিক ব্যবস্থাকে রক্ষা করে আসছে। একইসাথে সংস্কারের আহ্বান জানিয়ে আসছে।

সূত্র : এএফপি/বাসস