গাজার আশ্রয়কেন্দ্রে আগুনে মা ও শিশুর মৃত্যু

গাজার আল-দারাজ এলাকার একটি আশ্রয়কেন্দ্রে আগুনে এক ফিলিস্তিনি মা ও তার শিশু সন্তানের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরো একজন।

নয়া দিগন্ত অনলাইন
গাজা একটি আশ্রয়কেন্দ্রে
গাজা একটি আশ্রয়কেন্দ্রে |সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আশ্রয়কেন্দ্রে আগুনে মা ও তার শিশু সন্তানের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরো একজন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) এ ঘটনা ঘটে বলে গাজার সিভিল ডিফেন্স এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, গাজা সিটির মধ্যাঞ্চলের আল-দারাজ এলাকার আল-ইয়ারমুক আশ্রয়কেন্দ্রে আগুন লাগার পর সেখান থেকে একজন ফিলিস্তিনি মা ও তার সন্তানের লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় একজন আহত ব্যক্তিকে উদ্ধার করা হয়। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

ইসরাইলের দু’বছরের হামলায় পুরো গাজার আবাসিক এলাকা ধ্বংস হয়ে গেছে এবং বিপুলসংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ফলে গাজা উপত্যকায় লাখ লাখ ফিলিস্তিনি এখন নিরাপদ আশ্রয়ের তীব্র সঙ্কটের মধ্যে রয়েছেন এবং তাঁবু ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাস করছে।

বেশিভাগ তাঁবুতে মৌলিক নিরাপত্তা ব্যবস্থার অভাব রয়েছে, যা তাদের আগুনের ঝুঁকির মধ্যে ফেলেছে। বিশেষ করে বিদ্যুৎ বিভ্রাট এবং তীব্র জ্বালানি সঙ্কটের কারণে মানুষ রান্না ও উষ্ণতার জন্য আদিম পদ্ধতির ওপর নির্ভর করায় এ ঝুঁকি আরো বেড়েছে।

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি বাহিনী গাজায় ৭১ হাজারেও বেশি মানুষকে হত্যা করেছে, যাদের বেশিভাগই নারী ও শিশু। এছাড়া ১ লাখ ৭১ হাজারেও বেশি মানুষ আহত হয়েছেন।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি