এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ফ্রান্সসহ ইউরোপীয় ১১ দেশ

প্যারিস আশা করছে যে তাদের এই উদ্যোগে ইউরোপের ছোট ছোট আরো কিছু দেশ যুক্ত হবে। সবমিলিয়ে সংখ্যাটা ১১ পর্যন্ত পৌঁছাতে পারে।

নয়া দিগন্ত অনলাইন
ইমানুয়েল ম্যাক্রোঁ
ইমানুয়েল ম্যাক্রোঁ |সংগৃহীত

এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ফ্রান্সসহ ইউরোপীয় ১১ দেশ। সোমবার (২২ সেপ্টেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়ার ঢেউ উঠেছে। এবার ফ্রান্সসহ মোট ১১টি দেশ ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দেবে। এ নিয়ে আজ সোমবার জাতিসঙ্ঘের সদর দফতরে অনুষ্ঠিত একটি সম্মেলনে এ নিয়ে দেশগুলো বৈঠকে বসবে। সেখানে তারা গাজায় চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের ভবিষ্যত নিয়ে আলোচনা করবে। এরপর ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে বিবৃতি দেবে।

সূত্রটি আরো জানিয়েছে, বিষয়টি নিয়ে গত কয়েক মাস ধরে নিরলস কাজ করে যাচ্ছে সৌদি আরব ও ফ্রান্স। আজকের এই দেশগুলোর স্বীকৃতিদানের মধ্য দিয়ে তাদের এই পরিশ্রম পূর্ণতা পাবে। এই উদ্যোগের লক্ষ্য হলো ইসরাইলের উপর চাপ সৃষ্টি করা এবং দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের মাধ্যমে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ রোববার সন্ধ্যায় মার্কিন সম্প্রচার মাধ্যম সিবিএসকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, আমরা যদি হামাসকে নিষ্ক্রীয় করতে চাই, তাহলে এর জন্য প্রথমেই আমাদেরকে একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে এবং তাতে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। কারণ, ফিলিস্তিনিরা তাদের মাথা গুঁজবার মতো একটি মাতৃভূমি চায়। এখন আমরা যদি তাদেরকে রাজনৈতিক কোনো সমাধান দিতে না পারি, তাহলে তারা হামাসের সাথে গিয়ে মিলিত হবে এবং এটিকেই সমস্যার একমাত্র সমাধান জ্ঞান করবে।

ফ্রান্সের ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্তের প্রতি সংহতি জানিয়ে ফরাসি রাজধানী প্যারিসের সেন্ট-ডেনিস পৌরসভা ঘোষণা করেছে যে তারা তাদের সিটি হলের উপরে ফিলিস্তিনি পতাকা উত্তোলন করেছে, যা ফ্রান্সের নতুন অবস্থান নিশ্চিত করে।

প্যারিস আশা করছে যে তাদের এই উদ্যোগে ইউরোপের ছোট ছোট আরো কিছু দেশ যুক্ত হবে। সবমিলিয়ে সংখ্যাটা ১১ পর্যন্ত পৌঁছাতে পারে।

সূত্র : আল জাজিরা