জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদ স্থায়ীভাবে ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার না করার পক্ষে ভোট দিয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান তথাকথিত ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়ার মাধ্যমে পুনর্বহাল করা যেকোনো নিষেধাজ্ঞা মোকাবেলা করবে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ব্ক্তব্যে তিনি বলেন, ‘স্ন্যাপব্যাকের মাধ্যমে তারা পথ বন্ধ করে দিলেও মস্তিষ্ক ও চিন্তাভাবনাই সেই পথ খুলে দেয় বা তৈরি করে।’
তিনি আরো বলেন, ‘তারা আমাদের থামাতে পারবে না। তারা আমাদের নাতাঞ্জ বা ফোরদোতে আক্রমণ করতে পারে। কিন্তু তারা এটা বোঝে না যে মানুষই নাতাঞ্জ তৈরি করেছে। মানুষই আবার সেটা নতুন করে গড়ে তুলবে।’
শুক্রবার জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের ভোটাভুটির আগে গত মাসে ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি ৩০ দিনের একটি প্রক্রিয়া শুরু করেছিল। তাদের অভিযোগ, ইরান ২০১৫ সালের চুক্তির শর্ত মানছে না। দেশটিকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখাই ছিল ওই চুক্তির উদ্দেশ্য। তবে ইরান এমন কোনো উদ্দেশ্য থাকার কথা প্রত্যাখ্যান করেছে।
পেজেশকিয়ান রাষ্ট্রীয় গণমাধ্যমে বলেন, ‘অতিরিক্ত দাবির সামনে আমরা কখনোই আত্মসমর্পণ করব না, কারণ পরিস্থিতি পরিবর্তন করার ক্ষমতা আমাদের আছে।’
ইরান যদি আগামী এক সপ্তাহের মধ্যে ইউরোপের প্রধান শক্তিগুলোর সাথে সমঝোতা না করে, তাহলে দেশটির ওপর স্ন্যাপব্যাক প্রক্রিয়ার মাধ্যমে জাতিসঙ্ঘের নিষেধাজ্ঞাগুলো আবারো কার্যকর হবে।
এদিকে, শনিবার ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ সতর্ক করে বলেছে, জাতিসঙ্ঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হলে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সাথে দেশটির সহযোগিতা ‘কার্যকরভাবে স্থগিত’ করা হবে।
সূত্র : রয়টার্স