ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা সিটির পূর্বাঞ্চলের তুফাহ এলাকায় একটি স্কুলভিত্তিক আশ্রয়কেন্দ্রে ইসরাইলি গোলাবর্ষণে পাঁচজন নিহত হয়েছেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এ তথ্য জানান।
তবে এ বিষয়ে ইসরাইলি সেনাবাহিনী জানায়, উত্তর গাজা উপত্যকার ইয়েলো লাইনের পশ্চিমে কমান্ড কাঠামোর কাছে কয়েকজন ‘সন্দেহজনক ব্যক্তি’ শনাক্ত করা হয়। শনাক্ত করার কিছুক্ষণ পরই সেনারা ওই ব্যক্তিদের লক্ষ্য করে গুলি চালায়।
তারা আরো জানায়, ইসরাইলি সেনাবাহিনী ওই এলাকায় হতাহতের দাবির বিষয়ে অবগত এবং বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।
তারা বলছে, ‘অসংশ্লিষ্ট ব্যক্তিদের ক্ষতির জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং যতটা সম্ভব ক্ষতি কমানোর জন্য কাজ করছি।’
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইল ও হামাসের মধ্যে গাজায় চলমান যুদ্ধবিরতির মধ্যেই ইসরাইলি বাহিনী ইয়েলো লাইনের পূর্ব দিকে অবস্থান নিয়েছে। তবে অক্টোবর থেকে কার্যকর এই যুদ্ধবিরতি নাজুক অবস্থায় রয়েছে। উভয়পক্ষই একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলছে, আর মধ্যস্থতাকারীরা আশঙ্কা করছেন ইসরাইল ও হামাস উভয়ই প্রক্রিয়াটি বিলম্বিত করছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গত বৃহস্পতিবার জানিয়েছে, ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় কমপক্ষে ৩৯৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
অন্যদিকে ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এ অঞ্চলে তিনজন ইসরাইলি সৈন্য নিহত হয়েছেন।
সূত্র : এএফপি



